Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঢাকায় ফিরলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৯, ১১:৫২ AM
আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৯, ১১:৫২ AM

bdmorning Image Preview


বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে চট্টগ্রাম পর্ব শেষ করে সবার আগে আজ ঢাকায় ফিরেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। চট্টগ্রামে ২৩ ও ২৪ ডিসেম্বর বিপিএলের অন্যান্য দলের খেলা রয়েছে। কিন্তু চট্টগ্রামে আর কোন ম্যাচ নেই স্বাগতিকদের। তাই আজ সকালে ঢাকায় ফিরে যায় চট্টগ্রাম। আগামী ২৭ ডিসেম্বর থেকে ঢাকায় শুরু হবে বিপিএলের পরবর্তী লড়াই।

নিজেদের মাঠে চারটি ম্যাচ খেলে চট্টগ্রাম। এরমধ্যে তিনটিতে জয় পায় তারা। একটিতে পরাজিত হয়। জয় দিয়ে চট্টগ্রাম পর্ব শুরু করলেও হার দিয়ে শেষ করতে হয় মাহমুদুল্লা-ইমরুলদের। গত ১৭ ডিসেম্বর চট্টগ্রামে প্রথম খেলতে নামে স্বাগতিকরা। সিলেট থান্ডারকে ৪ উইকেটে হারায় চট্টগ্রাম। পরের ম্যাচে ঢাকা প্লাটুনকে ১৬ রানে হারায় তারা।

এরপর কুমিল্লা ওয়ারিয়র্সকেও ধরাশায়ী করে চট্টগ্রাম। ১৬ রানে জয় পায় স্বাগতিকরা। ঢাকা ও কুমিল্লার বিপক্ষে প্রথমে ব্যাট করে যথাক্রমে ২২১ ও ২৩৮ রানের পাহাড় গড়েছিলো চট্টগ্রাম। ‘বঙ্গবন্ধু’ বিপিএলে ২৩৮ রান সর্বোচ্চ দলীয় সংগ্রহ। আর বিপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান।

নিজেদের কন্ডিশনে প্রথম তিন ম্যাচ টানা জিতলেও, শেষ ম্যাচে রংপুর রেঞ্জার্সের কাছে ৬ উইকেটে হারে চট্টগ্রাম। তাই চট্টগ্রাম পর্বে তিন ম্যাচে জয় পায় তারা। ফলে ৭ খেলায় ৫ জয় ও ২ হারে ১০ পয়েন্ট নিয়ে এককভাবে টেবিলের শীর্ষে রয়েছে চট্টগ্রাম।
এর আগে ঢাকা পর্বে তিন ম্যাচ খেলে দু’টিতে জয় পায় চট্টগ্রাম। ফিরতি ঢাকা পর্বে চট্টগ্রামের প্রথম ম্যাচ ২৭ ডিসেম্বর ঢাকা প্লাটুনের বিপক্ষে।

Bootstrap Image Preview