Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি ম্যাজিক ওম্যান বলি: পররাষ্ট্রমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০১৯, ০৬:১১ PM
আপডেট: ২২ ডিসেম্বর ২০১৯, ০৬:১১ PM

bdmorning Image Preview
সংগৃহীত


প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যপারে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, শেখ হাসিনা দেশে না ফিরলে বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা আমরা অর্জন করতে পারতাম না। এখন আমরা মোটামুটি বলতে পারি এ স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। এ জন্য শেখ হাসিনাকে আমি ম্যাজিকওম্যান বলি। তার কারণেই দেশ অভাবনীয় সাফল্য অর্জন করেছে।

মন্ত্রী বলেন, ১৯৮১ সালে শেখ হাসিনা দেশে ফেরার ফলে আওয়ামী লীগ এক হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে এখন সারা দেশে আওয়ামী লীগ অনেক সম্মানজনক অবস্থানে আছে।

রবিবার (২২ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল নির্বাচন কমিটি সভার আয়োজন করে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যারা বঙ্গবন্ধুর খুনি, রাজাকার তাদের কোনোদিন বিচার হবে এটা কেউ কল্পনা করেননি। কারণ এ দেশে বিচার ছিল না। তিনি (শেখ হাসিনা) বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন। স্বঘোষিত খুনিদের বিচারের সম্মুখীন করেছেন। কোনো লোকই আইনের ঊর্ধ্বে নয়, সেটা শেখ হাসিনা প্রতিষ্ঠা করেছেন।

তিনি বলেন, বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা বিলুপ্ত হয়ে গিয়েছিল। শেখ হাসিনা দেশে ফেরায় মুক্তিযোদ্ধারা সম্মান পেয়েছেন, প্রতিষ্ঠিত হয়েছেন।

 

Bootstrap Image Preview