Bootstrap Image Preview
ঢাকা, ২১ মঙ্গলবার, মে ২০২৪ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আসামে আসছে নতুন আইন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০১৯, ১২:৪৩ PM
আপডেট: ২২ ডিসেম্বর ২০১৯, ১২:৪৩ PM

bdmorning Image Preview


নাগরিকত্ব সংশোধন আইনের বিরুদ্ধে আসামে চলমান বিক্ষোভের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকার নতুন আরেকটি আইন করবে। নতুন এই আইনের অধীনে আসামে শুধু আসামের নাগরিকরাই জমি কিনতে পারবেন।

এ রাজ্যের পিডব্লিউডি, স্বাস্থ্য ও অর্থ বিষয়ক মন্ত্রী হিমান্ত বিশ্বশর্মা বলেছেন, এ আইনের মাধ্যমে জাতিগত আসামের নাগরিকদের ভূমি ও ভাষার অধিকার নিশ্চিত করা হবে। শনিবার তিনি তাদের দেয়া আগের এ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এ খবর দিয়েছে অনলাইন জি নিউজ।

হিমান্ত বিশ্বশর্মা বলেছেন, নতুন এই আইনটি উত্থাপন করবে রাজ্য সরকার। এর মধ্য দিয়ে আদিবাসীদের জমি আদিবাসী জনগোষ্ঠীর কাছেই থাকবে তা নিশ্চিত করা হবে। তার ভাষায়, অর্থনৈতিক অথবা অন্য কারণে অন্যত্র চলে যাওয়ার সময় আসামের আদিবাসী জনগণ তাদের জমি পরিত্যক্ত করে ফেলে যান।

এমনটা লক্ষ্য করা গেছে বারপেটা ও ধ্রুবরি জেলায়। কিন্তু নতুন আইনে এটা নিশ্চিত করা হবে যে, আদিবাসীরা শুধু আসামের আদিবাসীদের কাছেই তাদের জমি বিক্রি করতে পারবেন। রাজ্যের মন্ত্রীপরিষদের এক বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

তিনি আরো জানান, আসাম বিধানসভার পরবর্তী অধিবেশনে এ বিষয়ে বিল উত্থাপন করা হবে। ভারতীয় সংবিধানের ৩৪৫ নম্বর ধারা সংশোধন করতে কেন্দ্রীয় সরকারের প্রতি অনুরোধ করবে আসাম সরকার। একই সঙ্গে অসমীয়কে রাজ্যের ভাষা ঘোষণা করার দাবি জানাবে।

তিনি জানান, এই সংশোধন থেকে বাইরে রাখা হবে বরাক উপত্যকা, বোরোল্যান্ড টেরিটোরিয়াল এরিয়া ডিস্ট্রিক্টস এবং পাহাড়ি জেলাগুলো

Bootstrap Image Preview