Bootstrap Image Preview
ঢাকা, ২১ মঙ্গলবার, মে ২০২৪ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভারতে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে নাখোশ মাহাথির

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০১৯, ০৯:৪৯ AM
আপডেট: ২১ ডিসেম্বর ২০১৯, ০৯:৪৯ AM

bdmorning Image Preview


ভারতে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে নাখোশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। তিনি এই আইনের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন।

আলজাজিরার খবরে বলা হয়েছে, কুয়ালালামপুর সামিট-২০১৯-এর সাইডলাইনে মাহাথির মোহাম্মদ ভারতের নাগরিকত্ব আইনের সমালোচনা করেন। তিনি বলেন, ভারতীয়রা যখন ৭০ বছর ধরে একসঙ্গে কোনো সমস্যা ছাড়াই বসবাস করে আসছে, তখন এই আইনের প্রয়োজনীয়তা কি? এই আইনের কারণে এখন মানুষ মারা যাচ্ছে।

তিনি বলেন, আমি এই ভারতকে দেখে খুবই মর্মাহত। ভারত নিজেকে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র দাবি করে। এখন কিছু মুসলিমকে নাগরিকত্ব থেকে বঞ্চিত করতে পদক্ষেপ নিচ্ছে।

আরও পড়ুন: মার্কিন আইনপ্রণেতাদের সঙ্গে জয়শংকরের বৈঠক বাতিল

৯৪ বছর বয়সী এই নেতা আরও বলেন, যদি একই পদক্ষেপ আমরা এখানে নিই তাহলে কী হবে? অবশ্যই অনেক বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা তৈরি হবে। সবাইকে ভুগতে হবে।

Bootstrap Image Preview