Bootstrap Image Preview
ঢাকা, ২১ মঙ্গলবার, মে ২০২৪ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শক্তিশালী ভূমিকম্প আঘাত হানল আফগানিস্তানে, কাঁপল ভারত পাকিস্তানও

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৯, ০৮:২৭ PM
আপডেট: ২০ ডিসেম্বর ২০১৯, ০৮:২৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত


আফগানিস্তানে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের তীব্রতা কাঁপিয়েছে ভারত ও পাকিস্তানের বিভিন্ন শহরকেও।

শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৬ দশমিক ৩।

তবে পাকিস্তানের আবহাওয়া দফতরের মতে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৪। আর ভারতের আবহাওয়া দফতর ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৬ দশমিক ৩ ছিল বলে জানিয়েছে।

ভূমিকম্পটির উৎস ছিল আফগানিস্তানের উত্তর সীমান্তে তাজিকিস্তানের কাছে ভূপৃষ্ঠের ২১০ কিলোমিটার গভীরে।

সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ভূমিকম্পের কারণে স্থানীয় সময় সন্ধ্যা ৫টা ৯ মিনিটে কেঁপে উঠে নয়া দিল্লি।

পাকিস্তানের উত্তরাঞ্চলও এই ভূমিকম্পে কেঁপে ওঠে বলে জানিয়েছে দ্য ডন। এছাড়া লাহোর, ইসলামাবাদ, পেশোয়ার, মুররেসহ বিভিন্ন শহরে শক্তিশালী কম্পন অনুভূত হয়।

তবে তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

 

Bootstrap Image Preview