Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আ.লীগের সম্মেলনে উপস্থিত হতে পেরে আমি গর্বিত: সুলতান মনসুর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৯, ০৮:২১ PM
আপডেট: ২০ ডিসেম্বর ২০১৯, ০৮:২১ PM

bdmorning Image Preview
সংগৃহীত


বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন আওয়ামী লীগের ২১তম সম্মেলনের শপথ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মৌলভীবাজার-২ আসন থেকে নির্বাচিত ঐক্যফ্রন্টের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ।

শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিলের সম্মেলনস্থলে এসে তিনি এ কথা বলেন। এদিন সম্মেলনের প্রথম সারিতে বসে থাকতে দেখা যায় সুলতান মনসুরকে। তার পাশেই বসা ছিলেন পাবনা-১ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাড. শামসুল হক টুকু। সুলতান মনসুর বলেন, আজ উৎসবমুখর পরিবেশে আওয়ামী লীগের ২১তম সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই সম্মেলনে উপস্থিত হতে পেরে আমি গর্বিত। বঙ্গবন্ধুর নেতৃত্বে জাতি যেমন ঐক্যবদ্ধ হয়েছিল, এই সম্মেলনের মাধ্যমে জাতির জনকের কন্যা শেখ হাসিনার নেতৃত্ব আরেকটি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির মধ্যে ঐক্য সৃষ্টি করে একটি সন্ত্রাসীমুক্ত, দুর্নীতিমুক্ত দেশ গড়ে বঙ্গবন্ধুর সেই আদর্শ বাস্তবায়ন করা হবে। এটাই হবে এই সম্মেলনের শপথ বলে আমার বিশ্বাস।

তিনি বলেন, এক সময় আমি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে ছিলাম। এরপর অন্য কোনো রাজনৈতিক দলে যোগদান করিনি। উপমহাদেশের সবচেয়ে প্রাচীন ও সর্ববৃহৎ রাজনৈতিক দল হচ্ছে আওয়ামী লীগ। সম্মেলনে আমাকে দাওয়াত করা হয়েছে জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতা হিসেবে। আমি বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী একজন কর্মী।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর সাবেক এই ভিপি এক সময় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন।

Bootstrap Image Preview