Bootstrap Image Preview
ঢাকা, ১৩ সোমবার, মে ২০২৪ | ৩০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কাশ্মীরে ক্ষেপণাস্ত্র মোতায়েন ভারতের, জাতিসংঘকে পাকিস্তানের চিঠি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৯, ১১:৩৭ AM
আপডেট: ২০ ডিসেম্বর ২০১৯, ১১:৩৭ AM

bdmorning Image Preview


কাশ্মীরে ভারত ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে বলে দাবি করেছে পাকিস্তান। এর প্রতিবাদে জাতিসংঘকে সতর্কবার্তা দিয়ে চিঠি লিখেছে দেশটি।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি জানান, জম্মু-কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি থেকে আন্তর্জাতিক মহলের দৃষ্টি ঘোরাতে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা করছে ভারত।

নয়াদিল্লির এমন ধ্বংসাত্মক পরিকল্পনায় প্রতিক্রিয়া জানাতে জাতিসংঘকে আহ্বান করে তিনি জানান, ভারতের এমন তটপরতা দক্ষিণ এশিয়ার বর্তমান উদ্বেগজনক পরিস্থিতিকে আরও আশঙ্কাজনক করে তুলবে।

জম্মু-কাশ্মীরের হিমালয় অঞ্চলে এই ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে বলে দাবি করলেও পাকিস্তানি মন্ত্রী তার স্বপক্ষে কোনো ধরনের তথ্যপ্রমাণ দেখাননি।

Bootstrap Image Preview