Bootstrap Image Preview
ঢাকা, ১৩ সোমবার, মে ২০২৪ | ৩০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চীনা প্রতিনিধি দলের সঙ্গে  দুদকের সাক্ষাৎ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৯, ১১:১২ AM
আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৯, ১১:১২ AM

bdmorning Image Preview


 


সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে চীনের ন্যাশনাল কমিশন অব সুপারভিশনের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি প্রতিনিধি দল।

গতকাল বুধবার পারষ্পরিক সম্পর্ক উন্নয়নে এক আলোচনা সভায় দুই দেশের এ প্রতিনিধি দলের সাক্ষাৎ হয়। ন্যাশনাল কমিশন অব সুপারভিশন অব চায়না এর কমিশনার গং খঁ ঢর চীনের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। আর দুদকের পক্ষে নেতৃত্ব দেন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

এ সময় দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, চীনের দুর্নীতিবিরোধী সংস্থার সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের লক্ষ্যে ২০১৭ সালের মার্চে ঢাকায় চীনের দূতাবাসের মাধ্যমে একটি খসড়া স্মারক প্রেরণ করা হয়। দুদক প্রত্যাশা করে এ স্মারকটি স্বাক্ষরের বিষয়ে চীনা প্রতিনিধি দলটি কার্যকর ভূমিকা রাখবে।

তিনি বলেন, দুর্নীতির অনুসন্ধান, তদন্ত, প্রসিকিউশন ও প্রতিরোধে এ জাতীয় স্মারকের মাধ্যমে তথ্যের আদান-প্রদানে পারষ্পরিক সহযোগিতার উত্তম ক্ষেত্র হিসেবে বিবেচিত হতে পারে।

উত্তম চর্চার বিকাশে চীন ও বাংলাদেশ স্ব-স্ব দেশের কার্যক্রম বিনিময়ের মাধ্যমে নিজ-নিজ দেশে নৈতিক মূল্যবোধ জাগাতে একত্রে কাজ করতে পারে।

Bootstrap Image Preview