Bootstrap Image Preview
ঢাকা, ১২ রবিবার, মে ২০২৪ | ২৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এবার জাপানে মিটু আন্দোলন!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৯, ০৪:৪৯ PM
আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৯, ০৪:৪৯ PM

bdmorning Image Preview


সারাবিশ্বে ছড়িয়ে পড়া যৌন নিপীড়নের শিকার নারীদের আন্দোলন #মিটুর ঢেউ এবার জাপানে আছড়ে পড়েছে।চাকরি দেয়ার নাম করে দেশটির এক প্রভাবশালী সাংবাদিক এক নারী সাংবাদিককে ধর্ষণের অভিযোগ ওঠে। খবর বিবিসির।

প্রধানমন্ত্রী সিনজো আবের ঘনিষ্ঠ বলে পরিচিত ৫৩ বছর বয়সী সাংবাদিক নরিয়কি ইয়ামাগুচির বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন নারী সাংবাদিক মিজ ইতো(৩০)।কিন্তু আদালতে তথ্যপ্রমাণ হাজির করতে না পারায় এটিকে ক্রিমিনাল কেস হিসেবে গ্রহণ না করে সিভিল মামলা হিসেবে গ্রহণ করে।

কিন্তু শেষ পর্যন্ত ইতোরই জয় হয়। আদালত জাপানের শীর্ষ গণমাধ্যম টোকিও ব্রডকাস্টিং সিস্টেমের ওয়াশিংটন ব্যুরো প্রধান ইয়ামাগুচিকে ৩৩ লাখ ইয়েন (৩০ হাজার ডলার) অর্থদণ্ডাদেশ দেন।

মামলার আর্জিতে ইতো বলেন, ২০১৫ সালে চাকরির সাক্ষাৎকারের কথা বল ইয়ামাগুচি তাকে অফিসে ডেকে নেন। পরে ডিনারের কথা বলে একটি হোটেলে নিয়ে যান।

পানীয়র সঙ্গে কোনো নেশাজাতীয় কিছু মিশিয়ে তাকে অচেতন করে হোটেল কক্ষে নিয়ে যান। এর পর মাঝরাতে ঘুম ভেঙে তিনি নিজেকে একটি হোটেল কক্ষে আবিষ্কার করেন। এ সময় তার ওপর ইয়ামাগুচি ছিল বলে আদালতকে জানান ওই নারী সাংবাদিক।

জাপানের সংবাদমাধ্যমে #মিটু আন্দোলনের ঘটনা এটিই প্রথম। তবে ইয়ামাগুচি তার বিরুদ্ধে দেয়া দণ্ডাদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন।

Bootstrap Image Preview