Bootstrap Image Preview
ঢাকা, ১৩ সোমবার, মে ২০২৪ | ২৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভারত ছেড়ে লক্ষাধিক মুসলিম পালাতে পারে: আশঙ্কা ইমরানের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৯, ১১:০৩ AM
আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৯, ১১:০৩ AM

bdmorning Image Preview


ভারতে মোদী সরকারের বিতর্কিত নীতিগুলোর কারণে দক্ষিণ এশিয়ায় নতুন করে শরণার্থী সংকট দেখা দিয়েছে বলে দাবি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, ‘নতুন বৈষম্যমূলক নাগরিকত্ব আইন ও কাশ্মীর পরিস্থিতির ফলে লক্ষাধিক মুসলিম ভারত ছেড়ে পালাতে পারে।’

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) জেনেভায় শরণার্থী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে দেওয়া ভাষণে পাক প্রধানমন্ত্রী বলেছেন, ‘অঞ্চলটিতে বড় ধরনের শরণার্থী সংকট সৃষ্টি হলে প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে যুদ্ধ লেগে যেতে পারে।’

হুঁশিয়ারি উচ্চারণ করে ইমরান খান বলেন, ‘আমরা কেবল শরণার্থী সংকট নিয়েই উদ্বিগ্ন তা কিন্তু নয়, বর্তমানে দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যু নিয়ে পারমাণবিক অস্ত্রধর রাষ্ট্র দুটির মধ্যে যে কোনো সময় সংঘাত শুরু হতে পারে বলেও আশঙ্কা করছি।’

ইমরানের ভাষায়, ‘পাকিস্তানের পক্ষে নতুন করে আর শরণার্থীদের আশ্রয় দেওয়া সম্ভব নয়। তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের এখনই বিষয়টির দিকে নজর দেওয়া উচিত।’

পাক প্রধানমন্ত্রী আরও বলেন, ‘অতীত অভিজ্ঞতা বলছে, অসুখের চিকিৎসা করার চেয়ে, অসুখ যাতে না হয় সেটা করাই উত্তম।’

বিশ্লেষকদের মতে, গত ৪০ বছর যাবত প্রায় ১৫ লক্ষাধিক আফগান শরণার্থী পাকিস্তানে বসবাস করছে। পাক সরকারের দীর্ঘ প্রচেষ্টার পরও তাদের নিজ দেশে ফেরানো সম্ভব হচ্ছে না।

এর আগে গত ৯ ডিসেম্বর ভারতের লোকসভায় বহুল আলোচিত নাগরিকত্ব সংশোধনী বিল পাস হয়। বিলটিতে প্রতিবেশী দেশ পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে আসা অমুসলিম অনুপ্রবেশকারীদের ভারতের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। পার্লামেন্টে বিলটি উত্থাপন করেন ক্ষমতাসীন বিজেপির সভাপতি অমিত শাহ।

এরপর ১১ ডিসেম্বর রাজ্যসভায় পাস হয় বিলটি। রাজ্যসভায় এই বিলের পক্ষে ভোট পড়েছে ১২৫টি। আর বিপক্ষে পড়েছে ১০৫টি ভোট। যার প্রেক্ষিতে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে বিতর্কিত এই বিলটি রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে আইনে পরিণত করা হয়।

Bootstrap Image Preview