Bootstrap Image Preview
ঢাকা, ১০ শুক্রবার, মে ২০২৪ | ২৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভারতের মহারাষ্ট্রে ১২ বাংলাদেশি অভিবাসী গ্রেফতার!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৯, ০৭:১২ PM
আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৯, ০৭:১২ PM

bdmorning Image Preview
মহারাষ্ট্রে অবৈধভাবে বসবাসের অভিযোগে গ্রেফতার বাংলাদেশি নাগরিক। ছবি: বাংলানিউজ


ভারতের মহারাষ্ট্র রাজ্যে বৈধ কোনো অনুমতি ছাড়া বসবাসের অভিযোগে ১২ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে।

রাজ্যের পালঘর জেলা থেকে পুলিশের অ্যান্টি টেরোরিজম সেল (এটিসি) তাদের গ্রেফতার করে বলে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে সংবাদ জানায় ভারতীয় সংবাদমাধ্যম।গ্রেফতারদের মধ্যে নয়জনই নারী বলে জানা যায়।

অ্যাসিস্ট্যান্ট পুলিশ ইন্সপেক্টর মানসিংহ পাতিল জানান, সংবাদের ভিত্তিতে পালঘরের বইসর এলাকায় অভিযান চালিয়ে এ ১২ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়। তাদের কারো কাছেই বসবাসের বৈধ কোনো কাগজপত্র ছিলনা।গ্রেফতারদের বিরুদ্ধে মামলার পাশাপাশি আইনি তদন্ত চালানো হচ্ছে বলে জানান তিনি।

Bootstrap Image Preview