Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আজ শুরু জুনিয়র ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৯, ০১:২০ PM
আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৯, ০১:২০ PM

bdmorning Image Preview


শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামে আজ থেকে শুরু হচ্ছে ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ জুনিয়র ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন প্রতিযোগিতা। এবারের প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশ, ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড ও নেপাল। এ পাঁচ দেশের ৫২ জন প্রতিযোগী অংশ নিচ্ছে। এর মধ্যে পুরুষ খেলোয়াড় ৩২ জন, মহিলা খেলোয়াড় ২০ জন। টুর্নামেন্টের প্রাইজমানি ৫ হাজার ডলার

সকাল ১১টায় টুর্নামেন্টের উদ্বোধন করবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাসিরউদ্দীন, অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ ব্যাডমিন্টনের সভাপতি ও তথ্য সচিব আবদুল মালেক।

উল্লেখ্য, গত রবিবার ফাইনালের মধ্য দিয়ে ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ ব্যাডমিন্টন টুর্নামেন্টের পর্দা নেমেছে। এবারের প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশ, ভারত, মালয়েশিয়া, নেপাল ও থাইল্যান্ডের ৫২ জন খেলোয়াড় অংশ নেয়। পুরুষ বিভাগে সাবেক জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের লক্ষণ সেন এবং মহিলা এককে ভিয়েতনামের থুই লিন্হ নঙ্গুইয়ান চ্যাম্পিয়ন হয়েছেন।

শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামে পুরুষ এককের ফাইনালে ভারতের লক্ষণ সেন ২২-২০ ও ২১-১৮ সরাসরি সেটে মালয়েশিয়ার লিওনঙ্গ জুন হাওকে পরাজিত করেন। তবে মহিলা এককের ফাইনালে আমেরিকার ক্রিস্টাল প্যানকে ৮-২১ ও ২১-১৬ সরাসরি সেটে হারিয়েছেন ভিয়েতনামের থুই লিন্হ নঙ্গুইয়ান।

এদিকে মহিলা বিভাগের দ্বৈতের ফাইনালে মালয়েশিয়ার বিপক্ষে পেরে ওঠেনি ভারতের মহিলা শার্টলাররা। মালয়েশিয়ার ত্যান পিয়ারলি কুনঙ্গ ও থিনাহ মুরালিধরন ২২-২০ ও ২১-১৯ সরাসরি সেটে ভারতের মনিষা ও রুতাপার্না পান্ডাকে হারিয়ে শিরোপা জয়।
অন্যদিকে পুরুষ বিভাগের দ্বৈতে ভারতের এম আর আরজুন ও ধ্রুব কাপালিকে ২১-১৯ ও ১৬-২১ সরাসরি সেটে হারিয়ে মালয়েশিয়ার ইয়া জুন চ্যানঙ্গ ও কাই ওয়াঙ্গ টি শিরোপা জিতে নেন। এছাড়া মিশ্র দ্বৈতের ফাইনালে ছিলেন অল মালয়েশিয়ান। হু প্যান রুন ও চিহা ইয়া সি ২১-৮ ও ২১-১৯ সরাসরি সেটে স্বদেশী চুনঙ্গ হুন জিয়ানকে হারিয়ে চ্যাম্পিয়ন হন।
ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ডা. এইচ বি এম ইকবাল পুরস্কার প্রদান করেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পৃষ্ঠপোষক আকাশ ডিটিএইচের হেড অব প্ল্যানিং জিয়া হাসান খান। আরো ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মাসুদ করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ও তথ্য সচিব আবদুল মালেক।

ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ জুনিয়র ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন প্রতিযোগিতার পর্দা নামবে ২২ ডিসেম্বর।

Bootstrap Image Preview