Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চ্যাম্পিয়ন্স লিগ শেষ ষোলো: কার লাভ, কার লোকসান?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৯, ১২:২৩ PM
আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৯, ১২:২৩ PM

bdmorning Image Preview


সোমবার শেষ ষোলোর যে ক্রীড়াসূচি হয়েছে, তাতে দেখা যাচ্ছে রিয়াল মাদ্রিদের মুখোমুখি ম্যানচেস্টার সিটি। দুই দলের দুই কোচ জিনেদিন জিদান আর পেপ গার্দিওলাই থাকবেন নজরে। জিদান রিয়ালে তিনবার চ্যাম্পিয়ন্স লিগে চ্যাম্পিয়ন হয়েছেন কোচ হিসেবে। আর গার্দিওলা কোচ হিসেবে ইউরোপ সেরা হয়েছেন দু’বার। বার্সেলোনার হয়ে ২০০৯ ও ২০১১ সালে। প্রায় এক দশক পর ম্যানচেস্টার সিটির হয়ে সেই খেতাব জিততে শেষ ষোলোতেই তার সামনে রিয়াল কাঁটা।

সিটি গতবার কোয়ার্টার ফাইনালে টটেনহ্যামের কাছে হেরে ছিটকে গিয়েছিল। এবার গার্দিওলাকে ঘিরেই সিটির সমর্থকরা প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ জেতার স্বপ্ন দেখছেন। অন্যদিকে, জিদান রিয়ালে তার কোচিংয়ের প্রথমপর্বে যতটা দাপট দেখিয়েছিলেন, এখন আর সেই সুদিন নেই। কারণ দলে নেই ক্রিস্টিয়ানো রোনালদো। তাই এবার চ্যাম্পিয়ন নয়, গ্রুপে রানারআপ হয়ে নকআউটে উঠতে হয়েছে ১৩ বারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রিয়ালকে।

বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলের প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদ। ডিয়েগো সিমিওনের মাদ্রিদের বিরুদ্ধে ইয়ুর্গেন ক্লপের লিভারপুলেরও জমজমাট লড়াইয়ের আশায় রয়েছেন ফুটবলপ্রেমীরা। এবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ৩০ মার্চ ইস্তানবুলের আতাতুর্ক স্টেডিয়ামে। যে স্টেডিয়ামে ২০০৫ সালে মহাকাব্যিক চ্যাম্পিয়ন্স লিগ জয়ের নজির আছে লিভারপুলের। ফাইনালে তারা এসি মিলানের বিরুদ্ধে তিন গোলে পিছিয়ে পড়েও তিন গোল শোধ করে টাইব্রেকারে চ্যাম্পিয়ন হয়েছিল। এবার ফাইনালে উঠলে ১৫ বছর পর তারা ফের সুখ স্মৃতিতে ডুব দিতে পারবে।

লিওনেল মেসি বার্সেলোনার প্রতিপক্ষ নাপোলি। ইতালির দল নাপোলিকে চ্যাম্পিয়ন্স লিগের প্রি-কোয়ার্টার ফাইনালে তোলা সত্ত্বেও কয়েকদিন আগে চাকরি যায় কোচ কার্লো আনচেলোত্তির। তার জায়গায় চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে নাপোলি খেলতে নামবে ইতালির অন্যতম সেরা সাবেক মিডফিল্ডার গাত্তুসোর কোচিংয়ে। রেকর্ডের খাতা বলছে, চ্যাম্পিয়ন্স লিগের মুখোমুখিতে নাপোলি বরাবরই শক্ত কাঁটা বার্সার।

মেসির দলের তুলনায় সহজ দলের বিরুদ্ধে ম্যাচ পড়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর জুভেন্টাস। তাদের প্রতিপক্ষ ফ্রান্সের অলিম্পিক লিঁও। যাদের সাম্প্রতিক ফল তেমন আহমরি নয়। ফ্রান্সের অন্য দল নেইমারের পিএসজির সামনে জার্মানির বরুসিয়া ডর্টমুন্ড। জার্মানির একনম্বর দল বায়ার্ন মিউনিখের অবশ্য কঠিন প্রতিপক্ষ চেলসি। কোচ হিসেবে চেলসি দল নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ভালো কিছু জন্য মরিয়া ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। গতবারের রানারআপ টটেনহ্যামও সহজ প্রতিপক্ষ লিপজিগকে পেয়েছে।

Bootstrap Image Preview