Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের পারফরম্যান্সে সন্তুষ্ট নন আকরাম-সুজন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৯, ১২:০৪ PM
আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৯, ১২:০৪ PM

bdmorning Image Preview


যে স্বপ্ন নিয়ে শুরু হয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ, সপ্তম আসরে এসে তার ছিটেফোঁটাও পূরণ হয়নি বলে মনে করেন বিসিবি পরিচালক এবং সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন ও আকরাম খান। আবারও ফ্র্যাঞ্চাইজি ধারণায় ফিরে গেলে পরিবর্তন আসতে পারে বলে মনে করেন তারা। যদিও, এ আসরে; এখন পর্যন্ত বাংলাদেশি ক্রিকেটারদের পারফরম্যান্সে সন্তুষ্ট নন আকরাম-সুজন।

২০১২ সাল। দেশের ক্রিকেট এবং ক্রিকেটারদের নতুন এক ধারার সঙ্গে পরিচয় এবং আত্তীকরণের চিন্তা থেকে জন্ম নেয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের ধারণা।

দেখতে দেখতে কেটেছে ৭ বছর। একবার বাদ দিয়ে, নিয়মিতই বসেছে বিপিএলের আসর। কিন্তু আদৌতে, কতোটা সমৃদ্ধ হয়েছে বাংলাদেশের ক্রিকেট? প্রশ্নটা থেকেই যায়। আইপিএলের উত্তেজনা দেখে বিপিএল নামের শিশুটির জন্ম হয়েছিলো; কেমন আছে সে কৈশোরে? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রভাবশালী পরিচালক, জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং খুলনা টাইগার্সের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন মনে করেন, পূরণ হয়নি স্বপ্নের কিছুই।

তিনি বলেন, ভারতের ক্রিকেটের সঙ্গে আমাদের ক্রিকেট মেলালে সেটা ভুল হবে। অর্থনৈতিক কিংবা অন্যান্য সুবিধার দিক থেকে আমরা কাছাকাছিও নেই। দেশীয় ক্রিকেটারদের নেতৃত্ব গুণ বিকশিত হওয়ার জন্যও বিপিএলকেই ভাবা হচ্ছিলো আদর্শ জায়গা। এতো বছর পর সে জায়গাটিতেও রয়ে গেছে বিশাল ফারাক।

এদিকে, জাতির জনকের জন্মশত বার্ষিকীর বিপিএলে চার রাউন্ড শেষে দেশি ক্রিকেটারদের পারফরম্যান্সে সন্তুষ্ট নন কেউই। আশা জহুর আহমেদ প্রাণ পাবে টি-টোয়েন্টিতে।

বিসিবির পরিচালক আকরাম খান বলেন, বিগত তিন চারটা বিপিএলের সঙ্গে তুলনা করলে সেভাবে আসলে পারফরম্যান্স হয়নি। পারফরম্যান্স চট্টগ্রাম থেকে শুরু হবে বলে আশা করছি। কারণ চট্টগ্রামের উইকেটটা অনেক ভালো থাকে।

Bootstrap Image Preview