Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিপিএলের প্রথম পর্বে ,‘ সব মিলিয়ে আমরা সন্তুষ্ট’: মিনহাজুল আবেদীন নান্নু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৯, ১১:০৬ AM
আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৯, ১১:০৬ AM

bdmorning Image Preview


বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকার প্রথম পর্বের খেলা শেষ হয়েছে শনিবার (১৪ ডিসেম্বর)। আগামী মঙ্গলবার (১৭ ডিসেম্বর) চট্টগ্রামে শুরু হচ্ছে দ্বিতীয় পর্ব। প্রথম পর্বের খেলা শেষে বিপিএল নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

বঙ্গবন্ধু বিপিএলে দিনের ম্যাচগুলোর তুলনায় রাতের ম্যাচগুলোতে রান হচ্ছে বেশি। এর কারণ হিসেবে কুয়াশার ব্যাপারটি উল্লেখ করছেন মিনহাজুল আবেদীন। ঢাকা পর্বে অনেক স্থানীয় ক্রিকেটারই পাফরম্যান্স করছেন। তাদের পারফরমান্স নিয়েও আনন্দিত বাংলাদেশের সাবেক এই ক্রিকেটার। 

এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘রাতের ম্যাচগুলোতে রান হচ্ছে কারণ ডিউ ফ্যাক্টর আছে। টুর্নামেন্টটি শুরু হয়েছে ভালোই। অনেকগুলো ভালো পারফরম্যান্স নজরে পড়েছে। দ্বিতীয় পর্বে চিটাগংয়ে যাচ্ছে। সব মিলিয়ে আমরা সন্তুষ্ট।’

বঙ্গবন্ধু বিপিএলের প্রথম পর্বে ৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এই কয়েকটি ম্যাচ দিয়েই ক্রিকেটারদের বিবেচনা করতে নারাজ প্রধান নির্বাচক। ক্রিকেটারদের পারফরম্যান্স বিবেচনার জন্য টুর্নামেন্টের মাঝ পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন তিনি।

মিনহাজুল আবেদীনের ভাষ্যমতে, ‘মাত্র দুই-তিনটি ম্যাচ গেছে। এটা নিয়ে আপনি বিচার করতে পারবে না কে কেমন খেলছে। মিডল অব দ্যা টুর্নামেন্টে না যাওয়া পর্যন্ত আপনি আঁচ করতে পারবেন না পারফরম্যান্সটা কোন দিকে যাচ্ছে।’

Bootstrap Image Preview