Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কাশ্মীর ও আসামে ‘গণহত্যার প্রস্তুতি’ নিচ্ছে ভারত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৯, ১০:১৩ AM
আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৯, ১০:১৩ AM

bdmorning Image Preview


গণহত্যা নিয়ে গবেষণা প্রতিষ্ঠান জেনোসাইড ওয়াচের প্রতিষ্ঠাতা ড. গ্রেগরি স্ট্যানটন বলেছেন, ‘ভারতে নিশ্চিতভাবে গণহত্যার প্রস্তুতি প্রক্রিয়াধীন রয়েছে।’

ওয়াশিংটন ডিসিতে কাশ্মীর ও এনআরসি নিয়ে সংবাদ সম্মেলনে মার্কিন কংগ্রেস ও সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি এ কথা বলেছেন। ইন্ডিয়া টুডে।

স্ট্যানটন বলেছেন, আসাম ও কাশ্মীরে মুসলিমদের বিরুদ্ধে নিপীড়ন ‘গণহত্যার পূর্ব পর্যায়ে রয়েছে। এর পরের পর্ব হলো নির্মূলকরণ-আমরা যেটাকে গণহত্যা বলে থাকি’।

১৯৯৬ সালে মার্কিন প্রতিরক্ষা দপ্তরে কাজ করার সময় ‘গণহত্যার ১০ ধাপ’ নামের একটি উপস্থাপনা তৈরি করেন স্ট্যানটন। এই উপস্থাপনার জন্য বিশ্বজুড়ে ব্যাপক খ্যাতি পান তিনি।

স্ট্যানটনের গণহত্যার ১০ ধাপের মধ্যে প্রথমে আছে, ‘আমরা’ বনাম ‘তারা’ বিভাজন তৈরি করা। এর পরের পর্যায়গুলো হলো-‘বিদেশি’ বলে ডাকা, বৈষম্যকরণ, অমানবিকীকরণ, গণহত্যা সংঘটনের জন্য সংস্থা তৈরি, মেরুকরণ পর্যায় এবং প্রস্তুতি।

Bootstrap Image Preview