Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

১৬ লক্ষ টাকা মূল্যের ট্রফির বিপিএল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৯, ০১:৩৩ PM
আপডেট: ১২ ডিসেম্বর ২০১৯, ০১:৩৩ PM

bdmorning Image Preview


চলছে বঙ্গবন্ধু বিপিএলের প্রথম দিনের খেলা। দুপুর দেড়টার দিকে এই ম্যাচটি খেলতে নামে চট্টগ্রাম ও সিলেট। সন্ধায় কুমিল্লার মুখোমুখি হবে রংপুর।

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সে দিন আমন্ত্রন জানানো হয়নি ক্রিকেটারদের। খেলোয়ারদের নিয়ে মঙ্গলবার (১০ ডিসেম্বর) করা হয়েছিল আলাদা আয়োজন। কিন্তু উন্মোচন করা হয়নি বিপিএলের ট্রফি।

বিপিএলের দাম শুনে হয়তো অবাক হতে পারেন আপনিও। বিপিএলের ট্রফি তৈরিতে খরচ পড়ে প্রায় ১৫-১৬ লাক্ষ টাকা। কিন্তু এ ট্রফি বাংলাদেশে তৈরি করা হয় না। ইংলিশ প্রিমিয়ার লিগের মতো বিপিএলের ট্রফিও তৈরি করা হয় ইংল্যান্ডে।

বিপিএলে এবার ট্রফি নিয়ে বিশেষ পরিকল্পনা রয়েছে, যা সময় মতো জানানো হবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।

বিসিবি সূত্রে জানা যায়, ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) পরামর্শে বিসিবি বিপিএলের ট্রফি তৈরির দায়িত্ব দেয় ইংকারম্যানকে। এবারের টুর্নামেন্টের লোগোতে একটু পরিবর্তন আসায় আগের নকশায় ট্রফি তৈরি হবে না। দু–একদিনের মধ্যে চলে আসবে বিপিএলের ট্রফি।

Bootstrap Image Preview