Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশের ক্রিকেটের জন্য বিপিএল অনেক বড় টুর্নামেন্ট : মুশফিক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৯, ১১:৩৩ AM
আপডেট: ১২ ডিসেম্বর ২০১৯, ১১:৩৩ AM

bdmorning Image Preview


বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় দিন আজ। দ্বিতীয় দিনের সন্ধ্যার ম্যাচে মাঠে নামছে খুলনা টাইগার্স চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ইতোমধ্যে বিপিএলে নিজেদের মিশন শুরু করেছে চট্টগ্রাম নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রাম উইকেটে হারিয়েছে সিলেট থান্ডারকে কাল মিশন শুরু করবে খুলনা টাইগার্স।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। আজকের ম্যাচের আগে আজ এক সংবাদ সম্মেলনে খুলনা টাইগার্সের মুশফিকুর রহিম বাংলাদেশের ক্রিকেটের জন্য বিপিএলকে অনেক বড় টুর্নামেন্ট বলে অ্যাখায়িত করেছেন।

তিনি বলেন, ‘বিপিএল এমন একটা টুর্নামেন্ট যেখানে অনেক তরুণ খেলোয়াড় উঠে আসে। বাংলাদেশ ক্রিকেটের জন্য এটি অনেক বড় একটি টুর্নামেন্ট। যারা এস এ গেমসে ছিলেন তারাও খেলার মধ্যে ছিলেন। আশা করি মানিয়ে নিতে সমস্যা হবে না। সবাই এখন একসাথে অনুশীলন করছে। আমাদের টিমের তিনজন ছিল এসএ গেমসে। তারা তো কম্পিটিভ ক্রিকেট খেলেছে। যারা টিমে সুযোগ পাবে অবশ্যই ভাল করবার চেষ্টা করবে। আমাদের এমন কেউ নেই যে, একাই জিতিয়ে দিতে পারবে। তাই পুরো টিম হিসেবে ভাল খেলার দিকে বেশি ফোকাস থাকবে। সবাই মিল সমষ্টিগত পারফরমেন্স করতে হবে।’

এবারের বিপিএলে দলের হয়ে বড় ভূমিকা রাখতে চান মুশফিক। তিনি বলেন, ‘বাংলাদেশের হয়ে বা ঘরোয়া যেখানেই খেলি সব সময় রান পাবার চেষ্টা করি। আল্লাহর রহমতে ভাল একটা ছন্দে আছি। চেষ্টা অবশ্যই থাকবে যাতে বিপিএলে এটার সর্বোচ্চ ব্যবহার করতে পারি। দলে যেন ভাল একটা ভুমিকা রাখতে পারি। কারণ আমার পারফরমেন্স অনেক বড় একটা ভুমিকা রাখতে পারে। সাথে আমরা যেন টিম হিসেবে ভাল করতে পারি।’
খুলনার এবারের দল নিয়ে আশাবাদি মুশফিক। দুর্দান্ত একটি দল গড়ার জন্য টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানান মুশি, ‘আমি মনে করি এই কৃতিত্ব পুরোটাই আামাদের টিম ম্যানেজমেন্টের। খুব ভাল একটা টিম আমাদেরকে দাঁড় করিয়েছেন। হয়তবা বড় বড় নাম নেই কিন্তু যারা আছেন তারা টি-২০ জন্য খুবই ভাল খেলোয়াড়। এমনকি তারা বিপিএল’র গত আসরগুলোতেও ভাল করেছে। ফ্রাইলিংক-রুশো আছেন, স্থানীয়দের মধ্যে শফিউল-বিপ্লব-মিরাজ-শান্ত আছেন। ইনশাল্লাহ আমরা অনেক ভাল করতে পারবো।’
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দল : মাহমুদুল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, নাসির হোসেন, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, এনামুল হক জুনিয়র, মুক্তার আলি, পিনাক ঘোষ, নাসুম আহমেদ, জুনায়েদ সিদ্দিকি, ক্রিস গেইল, কেসরিক উইলিয়ামস, আভিস্কা ফার্নান্দো, রায়াদ এমরিট, রায়ান বার্ল, ইমাদ ওয়াসিম।
খুলনা টাইগার্স দল : মুশফিকুর রহিম, শফিউল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, আমিনুল ইসলাম বিপ্লব, শামসুর রহমান, সাইফ হাসান, মেহেদী হাসান মিরাজ, শহিদুল ইসলাম, আলিস আল ইসলাম, তানভির ইসলাম, রিলি রৌসু, রবি ফ্রাইলিঙ্ক, মোহাম্মদ আমির, নাজিবুল্লাহ জাদরান, রহমানউল্লাহ গুরবাজ।

 

Bootstrap Image Preview