Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মুস্তাফিজ বড় মাপের বোলার:জহুরুল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৯, ১১:১২ AM
আপডেট: ১২ ডিসেম্বর ২০১৯, ১১:১২ AM

bdmorning Image Preview


বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী ম্যাচের দ্বিতীয় খেলায়  ১০৫ রানে রংপুর রেঞ্জার্সকে বিশাল ব্যাবধানে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে কুমিল্লা ওয়ারিয়র্স। কুমিল্লার অধিনায়ক দাশুন শানাকা দুর্দান্ত এই জয়ের অন্যতম নায়ক।

কেননা তাঁর ৩১ বলে ৭৫ রানের বিস্ফোরক ইনিংসে নির্ধারিত ২০ ওভারে রংপুরের সামনে ১৭৪ রানের বিশাল লক্ষ্য দেয় কুমিল্লা। রংপুরের পেসার মুস্তাফিজুর রহমানের ১৯তম ওভার থেকে ২৬ রান নেন শানাকা। সেই ওভারে ৪টি ছক্কা হাঁকান তিনি।

মুস্তাফিজের সেই ওভারটি টার্নিং পয়েন্ট হলেও ম্যাচ শেষে তাঁর পাশে দাঁড়াচ্ছেন রংপুর ডানহাতি ব্যাটসম্যান জহুরুল ইসলাম। ৩২ বছর বয়সী এই ক্রিকেটার বিষয়টিকে স্বাভাবিকভাবেই নিচ্ছেন।

মুস্তাফিজকে বড় মাপের বোলার আখ্যা দিয়ে সংবাদ সম্মেলনে জহুরুল বলেন, 'এটা হতেই পারে। আসলে এটা মোমেন্টামের খেলা। প্রথম দুইটা ছয় খাওয়ার পরে সব বোলারই আপসেট হয়, যেকোনো বোলারই দেখা যায় মাথা কাজ করে না একটা সময় এসে। মুস্তাফিজ অনেক বড় মাপের বোলার। এটা যেকোনো বোলারেরই হতে পারে।'

শানাকা ঝড়ের আগে অবশ্য বল হাতে দারুণ পারফর্ম করেন মুস্তফিজ। ৩ ওভারে মাত্র ১১ রান খরচ করেন তিনি। কিন্তু সেই এক ওভারই সবকিছু এলোমেলো করে দেয় তাঁর। জহুরুলের মতে প্রথম দুটি ছক্কার পরেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন মুস্তাফিজ।

তিনি বলেন, 'ও আগের তিনটা ওভার অনেক ভালো করেছে। হঠাৎ করে দুটি ছয় খাওয়ার পরে ওর সেট আপটা হয়তো চেঞ্জ হয়ে গেছে। সে প্ল্যানের বাইরে চলে গেছে। এটা একটা ভুল হয়ে গেছে। এটা হতেই পারে। তবে এরপরেও আমি বলবো যে প্রথম ১৬ ওভার আমাদের দল অনেক ভালো অবস্থানে ছিল এবং বোলিংও অনেক ভালো হচ্ছিল। হঠাৎ করে এরপরে আমরা মোমেন্টাম হারিয়ে ফেলি।'

 

Bootstrap Image Preview