Bootstrap Image Preview
ঢাকা, ২১ মঙ্গলবার, মে ২০২৪ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'মারকুটে ক্রিকেট' শিখতে চান আফিফ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৯, ০২:১৩ PM
আপডেট: ১১ ডিসেম্বর ২০১৯, ০২:১৩ PM

bdmorning Image Preview


আফিফ হোসেন রাজশাহী রয়্যালসের হয়ে খেলবেন এবারের বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)।যে দলের অধিনায়কত্ব করবেন ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল। ড্রেসিং রুমে রাসেলের কাছ থেকে মারকুটে ক্রিকেট শিখতে চান আফিফ।

বুধবার গণমাধ্যমকে আফিফ বলেন, 'পাওয়ার হিটিং শিখতে চাই। এরকম একটা বিশ্বমানের ক্রিকেটারকে অধিনায়ক হিসেবে পেয়েছি, এতেও আমরা ভাগ্যবান।

ওর মতো ক্রিকেটারের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করাটাও বড় ব্যাপার। অনেক কিছু শিখতে পারব। এগুলো আমরা শেখার চেষ্টা করব আর পুরো আসরে যেন ভালো খেলা যায় সেই চেষ্টা করব।'

রাসেলের মতো পেশীশক্তি নেই আফিফের। তাই মারকুটে ক্রিকেট বা পাওয়ার হিটিং শেখার কাজটি সহজ হবে না আফিফের জন্য। তবুও কিছু কৌশল রপ্ত করতে চান উদীয়মান এই অলরাউন্ডার।

'তাঁর মতো পাওয়ার হিটিং করা তো সম্ভব নয়। সে এক রকম। আমি আরেক রকম। ও যে কৌশলগুলো ব্যবহার করে সেগুলো থেকে আমি যেন ভালো কিছু শিখতে পারি, সেই চেষ্টা করব।'

বিপিএলের গত আসরে সিলেট সিক্সার্সের হয়ে খেলেন আফিফ। সেই দলে অধিনায়কত্ব করেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। গতবার ওয়ার্নারের কাছ থেকে অনেক কিছু শিখে নেন আফিফ। এবার রাসেলকে পাওয়ায় আরও খুশি তিনি।

আফিফ বলেন, 'আমি অনেক ভাগ্যবান। কেননা এরকম ক্রিকেটারদের সঙ্গে আমি ড্রেসিং রুম শেয়ার করতে পারছি। এবারও আশা করছি যে এরকম ক্রিকেটারদের সঙ্গে থাকলে অনেক কিছু শিখতে পারব। যেগুলো ভবিষ্যতে আমার কাজে দেবে।'

Bootstrap Image Preview