Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নেয়া হচ্ছে প্রস্তুতি, আগামী সপ্তাহে বড় আন্দোলনে যাবে বিএনপি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০১৯, ০৭:৩২ PM
আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৯, ০৭:৩২ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য বড় আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। আগামী বৃহস্পতিবার জামিন শুনানির আগ পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবে দলটি। বৃহস্পতিবার দলীয় চেয়ারপারসনের জামিন না হলে এক দফা আন্দোলনের বিকল্প দেখছে না হাইকমান্ড। তাই বেশ জোরেশোরে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি।

গত বৃহস্পতিবার খালেদা জিয়ার জামিন শুনানির পর থেকে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এক দিকে খালেদা জিয়ার মুক্তি ইস্যুতে কঠোর আন্দোলনের বিষয়ে তৃণমূলের চাপে রয়েছে বিএনপি। অন্য দিকে আগামী শুনানিতে বেগম জিয়ার জামিন না হলে আন্দোলনের বিকল্প দেখছে না দলটি।

দলীয় প্রধানের মুক্তি ও আন্দোলন বিষয়ে গত বুধ ও বৃহস্পতিবার গুলশান কার্যালয়ে দীর্ঘ আলোচনা করেন দলের স্থায়ী কমিটি। গত শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা অনুষ্ঠিত হয়। একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, এর মূল এজেন্ডা ছিল বেগম জিয়ার মুক্তি আন্দোলন। আন্দোলনের বিষয়ে তৃণমূলের রয়েছে চাপা ক্ষোভ। সম্প্রতি আলোচনা ও যৌথ সভায় তৃণমূলের মতামতকে গুরুত্ব দিয়ে এক দফা আন্দোলনের বিষয়ে সিদ্ধান্ত দেন হাইকমান্ড। আন্দোলন সফল করতে মধ্যম সারির কেন্দ্রীয় নেতাদের দায়িত্বও দেয়া হয়েছে। আন্দোলনের প্রস্তুতি নিতে তৃণমূলে বার্তাও পাঠানো হয়েছে। এ ব্যাপারে জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলের শরিকদেরও সমর্থন থাকবে। তবে আন্দোলনের ধরন কী হবে, তা স্থায়ী কমিটির বৈঠকে পরবর্তীতে সিদ্ধান্ত হবে।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন খালেদা জিয়া। এরপর থেকে সরকারের ওপর চাপ সৃষ্টি করার মতো কোনো আন্দোলন রাজপথে দৃশ্যমান হয়নি। শুধু পুলিশের অনুমতিসাপেক্ষে মানববন্ধন, অনশন ইত্যাদি কর্মসূচি দেয়া নিয়ে দলের মধ্যে নানা সমালোচনা হয়েছে। খালেদা জিয়ার জামিনের মূল বাধা সরকার- এ বিষয়টি এখন ভালোভাবে উপলব্ধি করে নীতিনির্ধারকরা এক দফা আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছেন।

আরও জানা গেছে, এক দফা আন্দোলনে যাওয়ার আগে দুই জোট জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলের বৈঠক ডাকবে বিএনপি। তবে বৈঠকের আগেই ইতোমধ্যে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য দুই জোটের কয়েকটি শরিকের সঙ্গে এ ব্যাপারে আলোচনা করেছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, আমারা এখন আন্দোলনের মধ্যেই রয়েছি। ছোট হোক বড় হোক বিভিন্ন জায়গায় আমাদের কর্মসূচি চলছে। এখন কর্মীরা খুবই বিক্ষুব্ধ কাজেই ১২ ডিসেম্বর কি হয় সেটার ওপর অনেক কিছু নির্ভর করছে, বৃহস্পতিবার পর্যন্ত দেখে তারপর আমরা সিদ্ধান্ত নিব।

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, শান্তিপূর্ণ আন্দোলন জনশক্তির যে চাপ সেটি যদি রাস্তায় নেমে আসে তখন সরকার বা কোন গোষ্ঠী তার সামনে দাঁড়াতে পারে না। যেমন মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলনের মাধ্যমে সফলতা এসেছে। বাঙ্গালী সব সময় শান্তিপূর্ণ আন্দোলন করেছে। আগামী দিন সরকার কি পদক্ষেপ নিবে তার ওপর তো প্রতিক্রিয়ায় যেতে হবে। এখন যদি সরকারের পদত্যাগ হয়, শান্তিপূর্ণ সমাধান হওয়া উচিত। তাহলে মীমাংসা হয়ে গেল সহজ ভাবে আর যাদি তা না হয়, তাহলে পরিস্থিতি বলে দিবে তখন কি করতে হবে।

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, মূলত জনগণকে গণতন্ত্র এবং ভোটাধিকার থেকে দূরে রাখার জন্যই খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে। তিনি বলেন, একজন সেক্টর কমান্ডারের স্ত্রী খালেদা জিয়াকে আটক রেখে বাংলাদেশের সার্বভৌমত্বকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। আমরা ২০ দলীয় জোট খালেদা জিয়ার মুক্তির জন্য আগেও যেমন ছিলাম এখনো আছি। জটিল সমস্ত শরিকদলগুলো খালেদা জিয়ার মুক্তির বিষয়ে একমত। বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য যদি কোন আন্দোলন আসে সেখানে আমাদের উপস্থিতি থাকবে। এছাড়া গণতন্ত্র মুক্তির আন্দোলনে আগেও আমাদের সহযোগিতা ছিল এখনো থাকবে।

এ বিষয়ে জানতে চাইলে ঐক্যফ্রন্ট নেতা নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, কী ধরনের আন্দোলন করবে, তা আমাদের এখনও জানায়নি বিএনপি। যদি জানায়, আমরাও এ নিয়ে আলোচনা করব। খালেদা জিয়ার মুক্তি আমরাও চাই। সবকিছু মিলিয়ে বিএনপি বড় ধরনের আন্দোলন কর্মসূচি দিলে জনগণের সমর্থন পাবে, আমাদেরও সমর্থন পাবে।

Bootstrap Image Preview