Bootstrap Image Preview
ঢাকা, ১০ শুক্রবার, মে ২০২৪ | ২৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শ্রীলঙ্কাকে ৪৫০ মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে ভারত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৯, ১১:২০ AM
আপডেট: ৩০ নভেম্বর ২০১৯, ১১:২০ AM

bdmorning Image Preview


এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর হঠাৎ প্রতিবেশী দেশ ভারত সফরে গেলেন গোটাবায়া রাজাপাকসে। যেখানে তিনি নয়া দিল্লি সরকারের কাছ থেকে ৪৫০ মিলিয়ন বা প্রায় ৪৫ কোটি ডলারের ঋণ সহায়তা নিতে যাচ্ছেন।

শুক্রবার (২৯ নভেম্বর) ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রীলঙ্কাকে এই আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা করেন। যার মধ্যে সন্ত্রাসবাদ দমনের খাতেই দেওয়া হবে প্রায় ৫ কোটি ডলার। নবনির্বাচিত লঙ্কান প্রেসিডেন্টের সঙ্গে ‘ফলপ্রসূ’ আলোচনার পর এ কথা জানান নরেন্দ্র মোদী।

সূত্রের বরাতে গণমাধ্যম ‘এনডিটিভি’ জানায়, এবার দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। যার মধ্যে শ্রীলঙ্কার তামিল সম্প্রদায়ের দীর্ঘ দিনের দাবি পূরণ, নিরাপত্তা বৃদ্ধি, বাণিজ্য চুক্তি, মৎস্য শিকারীদের ঠিকানা সংক্রান্তসহ বিভিন্ন বিষয়।

এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘আমি লঙ্কান প্রেসিডেন্ট রাজাপাকসেকে নিশ্চিত করেছি, তার দেশকে এগিয়ে যেতে পূর্ণ সহায়তা করবে ভারত। যার অংশ হিসেবে এবার শ্রীলঙ্কাকে ৪০ কোটি ডলার সাহায্য করা হবে। এর সঙ্গে সন্ত্রাস দমনের জন্য আরও ৫ কোটি ডলার দেওয়া হবে।’

জবাবে লঙ্কান প্রেসিডেন্ট বলেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আমার আলোচনা ‘ফলপ্রসূ’ হয়েছে। এখানে আমরা বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেছি।’

গোটাবায়া আরও বলেন, ‘আমি ভারতের সঙ্গে শ্রীলঙ্কার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উঁচু স্থানে দেখতে চাই।’

এর আগে চলতি বছরের এপ্রিল মাসে রাজধানী কলম্বো ও এর আশপাশের বিভিন্ন স্থাপনায় জঙ্গিদের সিরিজ বোমার আঘাতে নারী ও শিশুসহ অন্তত ২৫০ বেসামরিক নাগরিকের প্রাণহানি হয়। যাদের মধ্যে অর্ধশতাধিক বিদেশিও ছিলেন। মূলত এর পর থেকেই এশিয়ার এই দ্বীপরাষ্ট্রটি তাদের জঙ্গি দমন অভিযান শুরু করে। যা এখনো অব্যাহত আছে।

Bootstrap Image Preview