Bootstrap Image Preview
ঢাকা, ১০ শুক্রবার, মে ২০২৪ | ২৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সানগ্লাস পরে আগের চেয়ে বেশি পরিমাণে দুধ দিচ্ছে গরু, দাবি পশু বিশেষজ্ঞদের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৯, ০৮:০৯ PM
আপডেট: ২৯ নভেম্বর ২০১৯, ০৮:০৯ PM

bdmorning Image Preview


সম্প্রতি রাশিয়ায় ভিআর সানগ্লাস অর্থাৎ ভার্চুয়াল রিয়্যালিটি রয়েছে এমন সানগ্লাস পরানো হলো গরুকে। আর সেই সানগ্লাস পরে আগের চেয়ে বেশি পরিমাণে দুধ দিচ্ছে গরু, দাবি রাশিয়ান পশু বিশেষজ্ঞদের। আর তাতেই চমকে গেছেন পশু চিকিৎসক থেকে পশু গবেষকরাও।

মস্কোর পশু বিশেষজ্ঞরা সম্প্রতি পরীক্ষামূলক গরুর ওপর এ প্রক্রিয়াটি প্রয়োগ করেন। তাতে দেখা যায়, আগের চেয়ে অনেক বেশি পরিমাণে দুধ দিচ্ছে গরু। এক্ষেত্রে একটু মডিফায়েড ভিআর হেডসেট ব্যবহার করছেন তারা।

বিশেষজ্ঞরা বলছেন, এই সানগ্লাস পরানোর ফলে গরুর মুড সবসময়ই ফুরফুরে থাকছে। ফলে বেশি পরিমাণে দুধ দিতে সক্ষম হচ্ছে তারা। আর এই ভিআর হেডসেটের জন্য সারক্ষণ গরুদের চোখে ভেসে আসছে সবুজ ঘাসে মোড়া চারণক্ষেত্র, সুন্দর সুন্দর সব ল্যান্ডস্কেপ। ফলে যখন তখন তারা দুগ্ধ দিতে সক্ষম হচ্ছে।

এ ধরনর হেডসেটের ডিজাইন সম্পূর্ণরূপে গরুর কথা মাথায় রেখেই তৈরী করা হয়েছে। ডিসপ্লে তৈরি করা হয়েছে একেবারে গরুর চোখের কথা মাথায় রেখেই। আর এই সানগ্লাস গরুকে রিয়্যালিস্টিক ভিউ দিতে সাহায্য করছে। এমনকি গরুর দৃষ্টিক্ষমতা অনুযায়ী ওই সানগ্লাসের স্ক্রিন কালার্স এবং উজ্জ্বলতা অ্যাডজাস্ট করাও সম্ভব।

গবেষকদের দাবি, গরু যদি খুশি থাকে, তাহলে তার দুধ দেওয়ার ক্ষমতা অনেকটাই বেড়ে যায়। তবে তারা এটাও মেনে নিয়েছেন যে, এখনো গরুর দুধ দেওয়ার ক্ষমতা বাড়ানোর জন্য কোনো বৈজ্ঞানিক পদ্ধতি বাজারে আসেনি। সুতরাং সেই জায়গা থেকে এই বিষয়টি পরীক্ষামূলকভাবে অনেকটাই সফল। এমনকি ডাক্তাররা এটাও মেনে নিয়েছেন যে, এটিই হয়তো প্রথম এমনতর বৈজ্ঞানিক প্রক্রিয়া, যার দ্বারা গরুর দুধ দেওয়ার ক্ষমতা বাড়তে পারে।

Bootstrap Image Preview