Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাবরি মসজিদের বিকল্প জমিতে রাম হাঁসপাতাল চায় শিয়া ওয়াকফ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৯, ১০:৩৯ PM
আপডেট: ২৭ নভেম্বর ২০১৯, ১০:৩৯ PM

bdmorning Image Preview


বাবরি মসজিদ মামলার রায়ে দুই দশমিক ৭৭ একর জমি নিয়ে বলা হয়েছে, অযোধ্যার বিতর্কিত জমি দেওয়া হোক হিন্দুদের। মুসলিমদের মসজিদ তৈরির জন্য বিকল্প জমি দেওয়া হোক। মসজিদের জন্য মুসলিম সুন্নি ওয়াক্ফ বোর্ডকে দেওয়া হবে পাঁচ একর বিকল্প জমি। আর সেই জমি নিয়েই তৈরি হয়েছে ভিন্নমত।

পাঁচ একর বিকল্প জমি নিয়ে শিয়া ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ওয়াসিম রিজভি এবার বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি জানান, সুন্নি ওয়াকফ বোর্ড এবং অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল‌ বোর্ড যদি ওই পাঁচ একর জমি নিতে অস্বীকার করে তাহলে তা শিয়া ওয়াকফ বোর্ডকে দিয়ে দেওয়া হোক। সেই জমি নিয়ে তার ওপর হাসপাতাল নির্মাণ করা হবে রামের নামে।

ওয়াসিম রিজভি আরো বলেন, তারা যদি সরকারের দেওয়া জমি নিতে না চান, তাহলে তা শিয়া ওয়াকফ বোর্ডকে দিয়ে দেওয়া হউক। আমরা সেখানে রামের নামে হাসপাতাল নির্মাণ করব। একই সঙ্গে নির্মাণ করব মন্দির, মসজিদ, গির্জা এবং গুরদ্বার। রামের নামে হাসপাতাল কেন?‌ এই প্রশ্নের উত্তরে ওয়াসিম রিজভি জানান, রামের নাম নিয়ে গোটা বিশ্বে কোথাও বিতর্ক নেই।

Bootstrap Image Preview