Bootstrap Image Preview
ঢাকা, ১৩ সোমবার, মে ২০২৪ | ৩০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করল চীন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৯, ০৪:৪৭ PM
আপডেট: ২৫ নভেম্বর ২০১৯, ০৪:৫১ PM

bdmorning Image Preview


জি-২০ দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে তীব্র ভাষায় যুক্তরাষ্ট্রকে আক্রমণ করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং য়ি।

গত শনিবার (২৩.১১.১৯) জাপানের নাগোয়া শহরে বৈঠকটি অনুষ্ঠিত হয়। ওয়াং অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের কয়েকজন রাজনীতিক বিশ্বের বিভিন্ন অংশে গিয়ে কোনো প্রমাণ ছাড়াই চীনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে।

তিনি বলেন, 'যুক্তরাষ্ট্রর বিস্তৃতভাবে একপক্ষীয় ও সংরক্ষণবাদী হয়ে উঠছে এবং বহুপক্ষীয় ও বহুপাক্ষিক বাণিজ্যিক পদ্ধতির যথেষ্ট ক্ষতি করছে। দেশটি এরই মধ্যে বিশ্বের স্থিতিহীনতার বৃহত্তম উৎস হয়ে উঠেছে।

তিক্ত বাণিজ্য যুদ্ধে জড়িয়ে পড়া বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ দুটির মধ্যকার সম্পর্ক ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। যদিও দেশ দুটি আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টায় আছে। তারপরও মানবাধিকার, হংকংয়ের অস্থিরতা ও তাইওয়ানের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের কারণে তাদের মধ্যে বিরোধ আরও জটিল হয়ে উঠছে। চীনের উন্নয়ন ও সমৃদ্ধি ইতিহাসের অনিবার্য পরিণতি, একে কেউ রুখতে পারবে না এবং উভয়পক্ষ লাভবান হবে, এমন সহযোগিতার পথই চীন-যুক্তরাষ্ট্রের জন্য সঠিক পথ হবে বলে মন্তব্য করেছেন ওয়াং।

জি-২০ বৈঠকের ফাঁকে নেদারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী স্টেফ বস্নকের সঙ্গে সাক্ষাতের সময়ও যুক্তরাষ্ট্রের সমালোচনা করা বন্ধ করেননি তিনি। রাজনৈতিক উদ্দেশ্যে চীনের বৈধ ব্যবসাগুলো বন্ধ করার জন্য যুক্তরাষ্ট্র তাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ব্যবহার করছে এবং কোনো ভিত্তি ছাড়াই ওইসব চীনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ আনছে উলেস্নখ করে এগুলোকে 'হুমকির শামিল' আচরণ বলে মন্তব্য করেছেন তিনি। ওয়াং বলেন, 'নির্দিষ্ট কয়েকজন মার্কিন রাজনীতিক বিশ্বের সব জায়গায় গিয়ে কোনো প্রমাণ উপস্থাপন ছাড়াই চীনের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।

চীনের অভ্যন্তরীণ বিষয়ে 'স্থূল হস্তক্ষেপ' করতে যুক্তরাষ্ট্র তাদের অভ্যন্তরীণ আইনও ব্যবহার করছে এবং 'এক দেশ, দুই পদ্ধতি'কে ক্ষতিগ্রস্ত করে হংকংয়ের স্থিতিশীলতা ও সমৃদ্ধির ক্ষতি করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেছেন তিনি।

Bootstrap Image Preview