Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফ্রান্সে আকস্মিক বন্যায় অন্তত ৪ জনের মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৯, ০৩:৪৪ PM
আপডেট: ২৫ নভেম্বর ২০১৯, ০৩:৪৪ PM

bdmorning Image Preview


দক্ষিণ-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যায় অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, বন্যায় ওই অঞ্চলের বড় ধরনের ক্ষতি হয়েছে।

শুক্রবার থেকে আল্পস-ম্যারিটাইমস ও ভার অঞ্চলে প্রবল ঝড়বৃষ্টি শুরু হওয়ার পর থেকে দক্ষিণ-পূর্ব ফ্রান্সের বেশ কয়েকটি নদীর পানি বেড়ে বন্যা দেখা দেয়।

বন্যায় ওই অঞ্চলের বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পাহাড়ি ঢলে বহু গাড়ি ও নৌকা ভেসে যায়। বহু সড়ক ডুবে যায় ও ক্ষতিগ্রস্ত হয়।

সেইন্ট অন্তুনান দ্যু ভারের ৭৭ বছর বয়সী এক ব্যক্তি শনিবার সকাল থেকে নিখোঁজ রয়েছেন।

কাবাসে একটি গাড়িতে আরেক ব্যক্তির মৃতদেহ ও তানোহোনে আরও দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায় বলে দেশটির এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে।

নিস ও মার্সেই নগরীর মধ্যবর্তী মুয়িতে রোববার একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। এই ব্যক্তি শনিবার রাতে উদ্ধারকারী নৌকা থেকে পড়ে গিয়েছিলেন বলে এক বিবৃতিতে জানিয়েছে ভার বিভাগীয় পুলিশ

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্তোফার কাস্তেনার রোববার বন্যা পরিস্থিতি দেখতে ও উদ্ধারকাজ তদারকি করতে ভার অঞ্চল পরিদর্শন করেছেন।

Bootstrap Image Preview