Bootstrap Image Preview
ঢাকা, ১৩ সোমবার, মে ২০২৪ | ৩০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হংকংয়ের নির্বাচনে চীনপন্থীদের পরাজয়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৯, ১১:০২ AM
আপডেট: ২৫ নভেম্বর ২০১৯, ১১:০২ AM

bdmorning Image Preview


চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ের স্থানীয় পরিষদ নির্বাচনে চীনপন্থীদের ন্যাক্কারজনক পরাজয় হয়েছে।

প্রাথমিক ফলাফল অনুযায়ী, নগরীর ৪৫২টি স্থানীয় পরিষদ আসনের মধ্যে এ পর্যন্ত গণতন্ত্রপন্থী প্রার্থীরা ২৭৮টিতে জয় পেয়েছেন। আর চীনপন্থী প্রার্থীরা জয় পেয়েছেন ৪২টিতে। খবর বিবিসির।

গত ছয় মাস ধরে চলা অস্থিরতার ধারাবাহিকতায় ভোটগ্রহণে বিশৃঙ্খলা তৈরি হওয়ার অথবা ভোট বাতিল হওয়ার আশঙ্কা থাকলেও রবিবার তেমন কিছু ঘটেনি, শান্তিপূর্ণভাবেই পার হয় ভোটের দিনটি।

দিনের পর দিন ধরে চলা অস্থিরতা, সরকারবিরোধী প্রতিবাদ ও সংঘর্ষের পর এই নির্বাচনকে সরকারের পক্ষে হংকংবাসীদের সমর্থনের একটি পরীক্ষা হিসেবে দেখা হচ্ছিল।

হংকং সরকার ও বেইজিংয়ের ধারণা ছিল, এই নির্বাচন তাদের প্রতি তথাকথিত ‘নীরব সংখ্যাগরিষ্ঠ’ ভোটারদের সমর্থনকে তুলে ধরবে, কিন্তু বাস্তবে তা হয়নি। তার বদলে বেইজিংপন্থী উল্লেখযোগ্য কিছু প্রার্থীও তাদের আসন হারিয়েছেন।

আসন হারানো এসব প্রার্থীদের মধ্যে বিতর্কিত বেইজিংপন্থী জুনিয়াস হো বলেছেন, “স্বর্গ-মর্ত্য ওলটপালট হয়ে গেছে।”
প্রায় ৭৪ লাখ জনসংখ্যার মধ্যে অর্ধেকেরও বেশি রেকর্ড ৪১ লাখ লোক ভোটার হিসেবে নাম রেজিস্ট্রি করে। এর মধ্যে ২৯ লাখেরও বেশি লোক ভোট দেয়। এবার ভোট পড়ার হার ছিল ৭১ শতাংশ, যা আগেরবার ২০১৫ সালের ৪৭ শতাংশ থেকে অনেক বেশি। 

গত কয়েক মাসের মধ্যে রবিবারই ছিল প্রথম সাপ্তাহিক ছুটির দিন, যে দিনটিতে হংকংয়ে কোনও সংঘাত বা সহিংসতা দেখা যায়নি।

Bootstrap Image Preview