Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভূমধ্যসাগরে নৌকাডুবি নিখোঁজ ২০, উদ্ধার ১৪৯

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৯, ০৯:১৫ AM
আপডেট: ২৫ নভেম্বর ২০১৯, ০৯:৫৬ AM

bdmorning Image Preview


ভূমধ্যসাগরীয় ইতালির লেম্পিদুসা দ্বীপের কাছে ঝড়ের মুখে পড়ে জাহাজডুবির ঘটনায় ১৪৯ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে।

এখনও পর্যন্ত অন্তত ২০ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। রোববার স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে এ তথ্য জানানো হয়েছে।

গার্ডিয়ান অনলাইন ও বার্তা সংস্থা এপির খবরে বলা হয়েছে, উদ্ধারকৃতদের মধ্যে ১৩৩ জন পুরুষ, ১৩ জন নারী ও ৩ শিশু রয়েছে।

ইতালিয়ান কোস্টগার্ড জানিয়েছে, উদ্ধার অভিযান এখনও অব্যাহত আছে। কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটিতে নৌযানের কর্মীরা ছাড়া মোট ১৬০ জন যাত্রী ছিলেন।

লেম্পিদুসা দ্বীপটি উত্তর আফ্রিকা উপকূলের কাছাকাছি অবস্থিত। ফলে আফ্রিকান অভিবাসীরা ইউরোপে পাড়ি জমানোর জন্য সর্বপ্রথম এই দ্বীপে এসে পাড়ি জমায়।

Bootstrap Image Preview