Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

২৫ বাংলাদেশিসহ ১৪৫ জনকে নিজ দেশে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৯, ১২:৪২ PM
আপডেট: ২৪ নভেম্বর ২০১৯, ১২:৪২ PM

bdmorning Image Preview


মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কাগজপত্রবিহীন ২৫ বাংলাদেশিসহ মোট ১৪৫ ভারতীয় এবং শ্রীলঙ্কান নাগরিককে দেশে পাঠানো হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) স্থানীয় সময় দিবাগত রাত ৩টায় অ্যারিজোনা বিমানবন্দর থেকে তাদের নিজ নিজ দেশে পাঠানো হয়।

ওয়েজ আর্নারস ওয়েলফেয়ার বোর্ডের সহকারী পরিচালক তানভীর হোসেন সাংবাদিকদের জানান, ঢাকায় অবতরণের পর ২৫ বাংলাদেশিকে প্রবাসী কল্যাণ ডেস্কে নিয়ে যাওয়া হয়। 

এবার ডিপোর্টেড বাংলাদেশিরা হলেন- রাজু আহমেদ, রেজাউল হক, মোহাম্মদ রাজু, মোহাম্মদ ইয়াসিন, মোহাম্মদ ইসলাম, মোহাম্মদ আল আমিন, আব্দুল আউয়াল, ওমর ফারুক, মোহাম্মদ দেওয়ান, আকরাম হোসেন, নাহিদুল হাসান, আরিফুল রহমান, সাইফুল ইসলাম, মোহাম্মদ ইসলাম, আব্দুল করিম, মেহরাব হোসেন, শহিদুল ইসলাম, জাহির উদ্দিন, মোহাম্মদ আব্দুল আলী, আরিফ রহমান, শাকিল আহমেদ, আমিনুল শাকিব, আবদুল ওয়াহেদ, মেহেদী হাসান এবং জাহিদুল ইসলাম নাইম। এদের প্রত্যেকের বয়স ২০ থেকে ৩০ বছর।

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল ইসলাম জানান, এই ডিপোর্টেশন এটাই প্রমাণ করে, কাজের জন্য কাগজপত্র ছাড়া অভিবাসী হিসেবে যুক্তরাষ্ট্রে বসবাস এখন আর নিরাপদ নয়। তারা প্রত্যেকে দালালদের হাতে ৩৫ লাখ করে টাকা তুলে দিয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন।

Bootstrap Image Preview