Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মধ্যপ্রাচ্যে ৫ বছরে প্রাণ হারিয়েছেন ৩৪ হাজার ভারতীয়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৯, ০১:২৯ PM
আপডেট: ২৩ নভেম্বর ২০১৯, ০১:৩৬ PM

bdmorning Image Preview


জীবিকার অন্বেষণে মধ্যপ্রাচ্যে গিয়ে প্রাণ হারিয়েছেন কয়েক হাজার ভারতীয় নাগরিক। এদের বেশিরভাগই মারা গেছেন সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে। গত ৫ বছরে প্রায় ৩৪ হাজার ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। মৃত ভারতীয়দের মধ্যে তেলঙ্গানার বাসিন্দা সবচেয়ে বেশি। গত পাঁচ বছরে অবিভক্ত অন্ধ্রপ্রদেশ এবং বর্তমান তেলঙ্গানার প্রায় ১ হাজার ২০০ মানুষ মারা গিয়েছেন।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) লোকসভা অধিবেশনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক পরিসংখ্যানের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি মুরালিধরন।

এছাড়া ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান যে উপসাগরীয় অঞ্চলে কর্মরত ভারতীয়দের মধ্যে ২০১৪ সাল থেকে এ পর্যন্ত ৩৩ হাজার ৯৮৮ জন মারা গেছেন। তার মধ্যে চলতি বছরেই মারা গেছেন ৪ হাজার ৮২৩ জন। বেশির ভাগ মৃত্যুর ঘটনাই ঘটেছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে। আর এদের বেশিরভাগই বিভিন্ন মানসিক চাপের কারণে মারা গেছেন।

এ বিষয়ে তেলেঙ্গানার প্রবাসী শাখার কর্মকর্তা চিট্টি বাবু বলেন, ‘দেশের অন্য রাজ্যের তুলনায় তেলেঙ্গানার বাসিন্দাদের ক্ষেত্রেই মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। গত পাঁচ বছরে এই রাজ্য থেকে আরব দেশগুলোতে যাওয়া বাসিন্দাদের মধ্যে কমপক্ষে ১,২০০ জনের মৃত্যু হয়েছে।’

এসব মৃত ব্যক্তিদের মধ্যে তাদের নামই অবশ্য তেলেঙ্গানা সরকার নথিভুক্ত করে, যাদের দেহ বিমানবন্দর থেকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য বিনামূল্যের অ্যাম্বুলেন্স পরিষেবা দেয়া হয়।

উপসাগরীয় অঞ্চলের দেশগুলিতে কাজের অনুপযুক্ত পরিবেশ নিয়ে রয়েছে অনেক অভিযোগ। এ নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে শুধু গত অক্টোবর মাসেই জমা পড়েছে ১৫ হাজার ৫১টি অভিযোগ।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি মুরালিধরন বলেন, ‘এজেন্টদের প্রতারণার অভিযোগ সবচেয়ে বেশি। এছাড়াও ঠিকমতো পারিশ্রমিক না পাওয়া, কাজের ক্ষেত্রে ন্যায্য সুযোগ-সুবিধা না পাওয়ার মতো ঘটনা রয়েছে। এমনকি সাপ্তাহিক ছুটিও অনেকে পান না বলে অভিযোগ করেছেন।

Bootstrap Image Preview