Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন দেবেন্দ্র ফড়নবীস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৯, ১২:১৬ PM
আপডেট: ২৩ নভেম্বর ২০১৯, ১২:১৬ PM

bdmorning Image Preview


ভারতের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন দেবেন্দ্র ফড়নবীস। রাজ্যপাল ভগৎসিং কোশিয়ারি শপথবাক্য পাঠ করান। ডেপুটি মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন এনসিপির অজিত পাওয়ার।

শুক্রবার রাতেও শারদ পাওয়ার জানিয়েছিলেন, তিন দল সহমতে পৌঁছেছে। উদ্ধব ঠাকরেই হবেন মুখ্যমন্ত্রী। কিন্তু ১২ ঘণ্টা না কাটতেই রাজনীতিতে এমন পট পরিবর্তন নজিরবিহীন। সকালেই দেখা গেল এনসিপি বিধায়ক তথা শারদ পাওয়ারের ভাতিজা অজিত পাওয়ার ডেপুটি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে। এনসিপির হাত ধরেই বিজেপি রাতারাতি সরকার গড়ার প্রস্তাব রাজ্যপালের কাছে রাখে। তবে, এনসিপির পুরোপুরি সমর্থন নাকি কিছু বিধায়ক ভাঙিয়ে বিজেপি সরকার গড়তে চলেছে এখনও পর্যন্ত স্পষ্ট নয়।

উল্লেখ্য, কয়েকদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপি প্রধান শারদ পাওয়ার। মহারাষ্ট্রের কৃষকদের দুর্দশা নিয়ে কথা হয় তাদের। কিন্তু ওই বৈঠকই বিজেপির সঙ্গে গাঁটছড়ার জল্পনা আরও উস্কে দিয়েছিল। শারদ পাওয়ারের এই পদক্ষেপে তীব্র বিরোধিতা জানিয়েছিল কংগ্রেসের একাংশ।

এমনও খবর প্রকাশিত হয়, শারদ পাওয়ারকে রাষ্ট্রপতি করার অফার দেওয়া হয়েছে বিজেপির তরফে। কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপমের অভিযোগ, বিজেপির সঙ্গে তলে তলে যোগাযোগ রাখছে এনসিপি। এ দিন অজিত পাওয়ারের শপথ গ্রহণ জল্পনা আরও উস্কে দিল।

Bootstrap Image Preview