Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সবাই নিয়ম মেনে গাড়ি চালাবেন: ওবায়দুল কাদের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০১৯, ০৮:১৬ PM
আপডেট: ১৮ নভেম্বর ২০১৯, ০৮:১৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত


সবাইকে নিয়ম মেনে সড়কে গাড়ি চালানোর আহ্বান জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়াও, নতুন সড়ক পরিবহন আইন প্রয়োগে যেন কোনো প্রকার বাড়াবাড়ি না হয় সে বিষয়ে সংশ্লিষ্টদের  নির্দেশ দিয়েছেন ।  

সোমবার (১৮ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।

তিনি বলেন, নতুন সড়ক আইন কার্যকরে কোনো ধরনের বাড়াবাড়ি না করতে নির্দেশ দেওয়া হয়েছে। সবাই নিয়ম মত সড়কে গাড়ি চালাবেন, কোনো সমস্যা হবে না।

এছাড়াও, পরিবহন মালিক-শ্রমিকদের প্রতি তিনি নতুন আইন মেনে চলার অনুরোধ জানিয়েছেন। একইসাথে কোনো প্রকার ধর্মঘট, বন্ধ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, ১৮ নভেম্বর থেকে নতুন সড়ক আইন প্রয়োগ হয়েছে। তবে এই আইনের কয়েকটি ধারার ব্যাপারে  আপত্তি জানিয়েছেন পরিবহণ মালিকগণ। আর এই কারণে নতুন সড়ক আইন কার্যকরের প্রতিবাদে পরিবহণ শ্রমিকরা দেশের বেশ কয়েকটি স্থানে বিক্ষোভ করছেন।    

Bootstrap Image Preview