Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যে কারণে বাংলাদেশের বিপক্ষে রোহিতের ৮ রান প্রয়োজন 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ নভেম্বর ২০১৯, ১১:১৮ PM
আপডেট: ০২ নভেম্বর ২০১৯, ১১:১৮ PM

bdmorning Image Preview


আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক হতে ভারতীয় ব্যাটসম্যান রোহিত শর্মার আর মাত্র ৮ রান প্রয়োজন। নিয়মিত অধিনায়ক বিরাট কোহিলি বিশ্রামে থাকায় আগামীকাল বাংলাদেশের বিপক্ষে শুরু হওয়া তিন ম্যাচের টি-২০ সিরিজে ভারতীয় দলের নেতৃত্ব দেবেন রোহিত শর্মা।

আগামীকাল দিল্লিতে বাংলাদেশের বিপক্ষে শুরু হওয়া তিন ম্যাচের টি-২০ সিরিজেই সর্বোচ্চ রানের মালিক বনে যেতে পারেন রোহিত। ফলে পেছনে পড়ে যাবেন ভারতের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি।

বর্তমানে টি-২০ ক্রিকেটে ৭২ ম্যাচে ২৪৫০ রান নিয়ে সবার উপরে আছেন কোহলি। ৯৮ ম্যাচে রোহিতের রান ২৪৪৩। তাই কোহলিকে ছাড়িয়ে যেতে ৮ রান দরকার রোহিতের। ৭৯ ম্যাচে ২২৮৫ রান নিয়ে তালিকার তৃতীয়স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল।

Bootstrap Image Preview