Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশ যেকোন দলকে হারাতে পারে : রোহিত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ নভেম্বর ২০১৯, ১১:০২ PM
আপডেট: ০২ নভেম্বর ২০১৯, ১১:০২ PM

bdmorning Image Preview



আগামীকাল থেকে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ শুরু করছে স্বাগতিক ভারত। নিজেদের কন্ডিশনে শক্তিশালী দল ভারত, এতে কোন সন্দেহ নেই। তাই বাংলাদেশের বিপক্ষে স্পষ্টভাবে ফেভারিট ভারতই। তবে বাংলাদেশকে সমীহ করছেন ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক রোহিত শর্মা।

তিনি বলেন, ‘আমি জানি তাদের দলে খুবই গুরুত্বপূর্ণ দু’জন খেলোয়াড় নেই। কিন্তু দলে ভালো মানের আরও অনেক খেলোয়াড় আছে যারা পরীক্ষিত। তাই এই দল নিয়েও বাংলাদেশ যে কাউকে হারাতে পারে।’

জুড়ারির তথ্য আইসিসিকে না দেয়ায় এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ আছেন বাংলাদেশের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। আর সন্তান সম্ভাবা স্ত্রীর পাশে থাকতে ভারত সফর থেকে নিজেই সরে দাঁড়ান তামিম ইকবাল। তাই গুরুত্বপূর্ণ সিরিজে দলের দুই সেরা তারকাকে ছাড়াই খেলতে নামতে হচ্ছে বাংলাদেশকে। তারপরও দলে যারা আছে তাদেরকে নিয়ে নিজেদের সেরাটা উদগ্রীব বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
সাকিব-তামিম না থাকলেও, বাংলাদেশের ব্যাপারে বেশ সর্তক ভারত। আজ সংবাদ সম্মেলনে এমনটাই বললেন ভারতের দলপতি রোহিত। তিনি বলেন, ‘বাংলাদেশ খুবই ভালো দল। আমরা সবাই দেখেছি তারা কেমন প্রতিদ্বন্দিতা করতে পারে। ঘরে বা প্রতিপক্ষের মাঠে তারা খুবই শক্তিশালী দল। আগের যতবারই তাদের বিপক্ষে খেলেছি, তারা আমাদের চাপে ফেলেছিলো। তাই বাংলাদেশকে নিয়ে আমরা সর্তক।’
টি-২০ ক্রিকেট অনেক বেশি চ্যালেঞ্জের বলে জানান রোহিত। তাই বাংলাদেশের বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেলার পরিকল্পনা ভারত অধিনায়কের। তিনি বলেন, ‘টি-২০ ক্রিকেটে অনেক বেশি কৌশল, পরিকল্পনা থাকে। সতীর্থদের সাথে বোঝাপড়াটাও বেশি থাকতে হয়। তাই টি-২০ ক্রিকেট অনেক বেশি চ্যালেঞ্জের। বাংলাদেশের বিপক্ষে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। ম্যাচ জিতে হলে সেরাটাই খেলতে হবে এবং প্রতিপক্ষের উপর আধিপত্য বিস্তার করে খেলতে হবে।’

Bootstrap Image Preview