Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সাকিব ফিক্সিং করেনি, আমি করেছিঃ আশরাফুল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০১৯, ০৮:৩৯ PM
আপডেট: ৩১ অক্টোবর ২০১৯, ০৮:৩৯ PM

bdmorning Image Preview


টাইগার দলের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক সাকিব আল হাসান যে কি যন্ত্রণায় আছেন সেটা টাইগার দলের একসময়কার সেরা তারকা খেলোয়াড় মোহাম্মদ আশরাফুলের থেকে কেউ ভালো জানেন না। কারণ এই যন্ত্রণা বুকে নিয়ে পাঁচটি বছর কাটিয়েছেন আশরাফুল। 

সাকিবের ভেতর দিয়ে এখন কী যাচ্ছে, তার মানসিক অবস্থাই বা কেমন।এ কথা নিজ মুখেই জানিয়েছেন আশরাফুল। জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইসপিএন ক্রিকইনফোকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সাকিব এখন কীসবের মধ্য দিয়ে যাচ্ছে, তা ভাষায় বর্ণনা করা কঠিন। আমি মনে করি এখন এ বিষয়ে সাকিবকে জড়িয়ে খুব বেশি খবর প্রকাশিত না হওয়াই ভালো। কারণ আমি জানি এসব খবর কতোটা প্রভাব ফেলে।’

তবে আশরাফুল এটিও বলে দিয়েছেন সাকিবের শাস্তির অপরাধের সঙ্গে তার অপরাধের কোনো মিল নেই। কেননা আশরাফুল যেখানে সরাসরি ফিক্সিং করে পাঁচ বছর নিষিদ্ধ ছিলেন, সেখানে জুয়ারির প্রস্তাব গোপন রেখে শাস্তি পেয়েছেন সাকিব। তাই দুটিকে ভিন্ন ভিন্ন ঘটনা হিসেবেই উল্লেখ করেন আশরাফুল।

তিনি বলেন, ‘আমাদের ঘটনা কিন্তু আলাদা। সে জুয়ারিদের প্রস্তাব দেয়ার কথা কর্তৃপক্ষকে জানায়নি। আর আমি ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে পুরোপুরি জড়িত ছিলাম। তবে এটা আমাদের সিস্টেমের জন্যই একটা বড় ধাক্কা। আমরা ক্রিকেট খেলতে ভালোবাসি।’

Bootstrap Image Preview