Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবেন না তামিম 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০১৯, ০৮:৫৫ PM
আপডেট: ২৬ অক্টোবর ২০১৯, ০৮:৫৫ PM

bdmorning Image Preview


আসন্ন ভারত সফরে টি-২০ সিরিজে খেলবেন না বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। আগামী মাসে দ্বিতীয়বারের বাবা হতে যাচ্ছেন তামিম। তাই টি-২০ সিরিজে তামিমের পরিবর্তে দলে নেয়া হয়েছে আরেক বাঁ-হাতি ওপেনার ইমরুল কায়েসকে। টেস্ট সিরিজে ইমরুল দলের সাথে থাকবেন কি-না তা এখনো নিশ্চিত করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

২১তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম রাউন্ড খেলার পর পাজরের ইনজুরিতে পড়েন তামিম। ফলে দ্বিতীয় রাউন্ডে খেলতে পারেননি তিনি। তারপরও তামিমকে রেখেই ভারত সফরে টি-২০ সিরিজের জন্য দল ঘোষনা করে বিসিবি। কিন্তু এখনো পুরোপুরিভাবে সুস্থ হননি তামিম। 

এরমধ্যে স্ত্রী সন্তান সম্ভবা হওয়ায়, তার পাশে থাকতে চাচ্ছেন তামিম। আগামী দুই-তিন দিনের মধ্যেই স্ত্রীকে নিয়ে ব্যাংকক উড়ে যাবেন তামিম। এজন্য ছুটি চেয়ে ইতোমধ্যে বিসিবি’কে চিঠিও দিয়েছেন তামিম। কারণ আগামী সপ্তাহে স্ত্রীর ডেলিভারির সম্ভাবনা রয়েছে। এমনটাই জানিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন। তিনি বলেন, ‘তামিম আমাদের আগেই জানিয়েছিলো কলকাতায় দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না। কিন্তু আগামী সপ্তাহ থেকেই সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকবেন বলে জানিয়েছেন।’

শ্রীলংকায় ওয়ানডে সিরিজের পর সেচ্ছায় ক্রিকেট থেকে বিশ্রাম নেন তামিম। ফলে দেশের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ও ত্রিদেশীয় টি-২০ সিরিজে খেলেননি তিনি। চলতি মাসে এনসিএল-এ চট্টগ্রাম বিভাগের হয়ে ম্যাচ খেলতে নেমে আবারো ক্রিকেটে ফিরেন তামিম। প্রথম রাউন্ডেই পাজরের ইনজুরিতে পড়েন তিনি।

তামিমের আগে ভারত সফর থেকে ছিটকে পড়েছিলেন বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। পিঠের ইনজুরি ছিটকে দেয় সাইফকে। তবে সাইফউদ্দিনের পরিবর্তে কোন খেলোয়াড়ের নাম এখনও ঘোষনা করেনি বিসিবি। 

আগামী ৩ নভেম্বর থেকে দিল্লিতে শুরু হবে তিন ম্যাচের টি-২০ সিরিজ। পরের দু’টি হবে যথাক্রমে ৭ ও ১০ নভেম্বর।
ভারত সফরে বাংলাদেশ টি-২০ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মোহাম্মদ নাইম, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, আমিনুল ইসলাম, আরাফাত সানি, আল-আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান ও শফিউল ইসলাম।

Bootstrap Image Preview