Bootstrap Image Preview
ঢাকা, ১২ রবিবার, মে ২০২৪ | ২৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইরানকে আলোচনার টেবিলে বসাতে মরিয়া সৌদি!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০১৯, ০৮:৩৪ PM
আপডেট: ২৫ অক্টোবর ২০১৯, ০৮:৩৪ PM

bdmorning Image Preview


সন্তোষজনক কোনো নীতি ইরানের সঙ্গে খাটবে না। তেহরানকে আলোচনার টেবিলে বসাতে হলে দেশটিকে সর্বোচ্চ চাপ প্রয়োগ করাই একমাত্র উপায় বলে দাবি করেছেন সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল জুবেইর। খবর আলজাজিরার।

এক বৈঠকে অংশ নিতে ফ্রান্স সফররত আদেল আল জুবেইর রাজধানী প্যারিসে ইরান সম্পর্কে এমন মন্তব্য করেছেন। মার্কিন-ইরান উত্তেজনা হ্রাস এবং ইয়েমেনের বন্দর নগরী এডেনে বিচ্ছিন্নতাবাদীদের দমনে সৌদির সমর্থনপুষ্ট সরকারকে সাহায্য করার মতো বিষয় নিয়ে আলোচনা করতেই তার এ সফর।

বৃহস্পতিবার ফ্রান্সের এক দৈনিকে দেয়া সাক্ষাৎকারে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা এখন ভাবছি সন্তোষজনক কোনো উপায় আসলে কাজ করছে না। কারণ কেউ কথাকে গোনে না গোনে শুধু পদক্ষেপ। ইরানের সরকারের সদস্যদের কোনো ক্ষমতা নেই তারা শুধু কথা বলে।’

তিনি আরও বলেন, ‘ইরানের রেভ্যুলুশনারি গার্ড বাহিনীর (আইআরজিসি) মতো আরও যারা আছে তারা শুধু কথাই বলে, আলোচনার টেবিলে বসতে চায় না তারা।‘ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বৈঠক আয়োজনে ফ্রান্সের উদ্যোগ নিয়ে প্রশ্ন করা হলে তিনি এমন কথা বলেন।

গত মাসে নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির মধ্যে বৈঠক আয়োজনের উদ্যোগ নেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। কিন্তু তিনি শেষ পর্যন্ত সফল হতে পারেননি।

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার টেবিলে বসতে শর্ত দিয়ে রেখেছে ইরান। তাদের দাবি, ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে তবেই আলোচনায় বসবে তেহরান। সৌদি মন্ত্রী বলেন, ‘আমি যতটা বলতে পারি তা হলো তাদেরকে চাপ প্রয়োগ করা ছাড়া আর কোনো উপায় নেই।’

Bootstrap Image Preview