Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সাকিবদের ১৩ দফা দাবী মেনে নিয়ে যা বললেন পাপন 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০১৯, ১১:২৩ AM
আপডেট: ২৪ অক্টোবর ২০১৯, ১১:২৩ AM

bdmorning Image Preview


ক্রিকেটারদের ১৩ দফা দাবী মেনে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দাবী মেনে নিয়ে বিসিবি সভাপতি বলেন,‘প্রথমেই খেলোয়াড়দের ধন্যবাদ জানাচ্ছি, তারা আসছে, আলোচনা করেছে। আমি আগেই বলেছিলাম, তাদের দাবি-দাওয়া যেগুলো আছে, সেগুলোর সবই প্রায় সমাধানযোগ্য। আমরা মোটামুটিভাবে ১১টা দাবির গতকাল যেগুলো পেয়েছি সেগুলো মেনে নিয়েছি।

তিনি আরও বলেন,‘যে ১১টা দাবি ছিল, তার মধ্যে প্রথম যেটা সেটা নিয়ে বিসিবির কিছু করণীয় নেই। আর শেষের যেটা, দুই ফ্রাইজি লিগে খেলার নিয়ম বাতিল করা- এটা নিয়ে আমরা বলেছিল যে, সেটা নিয়ে আমাদের নিজস্ব কিছু চিন্তা ভাবনা আছে। তারপরও যদি কারো দুয়ের অধিক ফ্রাঞ্চাইজিতে খেলার সুযোগ আসে, আমরা বিবেচনা করবো। আমাদের জানা মতে এখনও এমন কোনো খেলোয়াড় নেই যে, যিনি দুটোর বেশি ফ্রাঞ্চাইজিতে ডাক পায়। তবে ঢালাওভাবে এখনই এ বিষয়ে কিছু বলতে চাচ্ছি না।’

এছাড়াও ক্রিকেটারদের কিছু ব্যক্তিগত সমস্যার কথাও শুনেছেন বিসিবির বস। তিনি বলেন, তিনি বলেন, ‘আমরা ক্রিকেটারদের কথা শুনছি। এর বাইরেও কিছু ব্যক্তিগত সমস্যার কথা শুনেছি তাদের। তবে বলেছি, আজ তো সব শোনা সম্ভব নয়। কিন্তু আমরা সবারই সমস্যার কথা শুনবো। তাদেরকে বলে দিয়েছি, সমস্যা নিয়ে আমাদের কাছে আসতে। আমরা সমাধান করবো।’

ক্রিকেটারদের ১৩ দফা দাবী :
১. কোয়াবের বর্তমান কমিটিকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।
২. ঢাকা প্রিমিয়ার লিগ আগের মতো আয়োজন করতে হবে।
৩. এ বছর না হলেও পরের বছর থেকে আগের মতো বিপিএল(টি-২০ টুর্নামেন্ট আয়োজন করতে হবে। স্থানীয় ক্রিকেটারদের ভিত্তিমূল্য বাড়াতে হবে।
৪. প্রথম শ্রেণির ম্যাচ ফি ১ লাখ করতে হবে। গোটা বছর কোচ-ফিজিও দিতে হবে। জাতীয় ক্রিকেট লিগে প্রতি বিভাগে অনুশীলনের ব্যবস্থা করতে হবে।
৫. ঘরোয়া ক্রিকেটে ভালো মানের বল দিতে হবে। ডিএ ১৫০০ টাকায় কিছু হয় না; তাই বাড়াতে হবে। ট্রাভেলে বিমানের ব্যবস্থা করতে হবে এবং ভালো মানের হোটেল হতে হবে।
৬. চুক্তিভুক্ত ক্রিকেটারের সংখ্যা ও বেতন বাড়াতে হবে।
৭. দেশি সব স্টাফের বেতন বাড়াতে হবে। কোচ থেকে গ্রাউন্ডস ও আম্পায়ার, সবার বেতন বাড়াতে হবে।
৮. ঘরোয়া ওয়ানডে বাড়াতে হবে। বিপিএলের আগে আরেকটি টি-টোয়েন্টির টুর্নামেন্টের আয়োজন করতে হবে।
৯. ঘরোয়া ক্যালেন্ডার নির্দিষ্ট করতে হবে।
১০. বিপিএলের পাওনা টাকা সময়ের মধ্যে দিতে হবে।
১১. ফ্র্যাঞ্চাইজি লিগ দুটোর বেশি খেলা যাবে না, এই নিয়ম তুলে দিতে হবে। সুযোগ থাকলে সবাই খেলবে।
১২. ক্রিকেটের ব্যবস্থাপনায় আমরা স্বচ্ছতা চাই। এর একটা ভাগ আমরা চাই।
১৩. বাংলাদেশের নারী ক্রিকেট দল ভালো করছে। নারীদের ক্ষেত্রেও তাদের ন্যায্য হিসাব দিতে হবে।

Bootstrap Image Preview