Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ময়মনসিংহে মসজিদের পাশে মিলল ফুটফুটে নবজাতক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০১৯, ০৩:১৭ PM
আপডেট: ১৫ অক্টোবর ২০১৯, ০৩:১৭ PM

bdmorning Image Preview


ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় একটি মসজিদের পাশ থেকে একদিন বয়সের ছেলে নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। পরে উদ্ধারকৃত নবজাতককে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তির পর শিশুটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) ভোরে ময়মনসিংহ সিটি করর্পোরেশনের ১নম্বর ওয়ার্ডের ঢোলাদিয়া সালেহা মার্কেটের জামে মসজিদের পাশ থেকে ওই ফুটফুটে ছেলে নবজাতককে উদ্ধার করা হয়।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, মঙ্গলবার ভোরে স্থানীয় এলাকাবাসী সিটি করর্পোরেশনের ১নম্বর ওয়ার্ডের ঢোলাদিয়া সালেহা মার্কেটের জামে মসজিদের পাশে শিশুটিকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

পরে পুলিশ ওই নবজাতককে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। নবজাতক বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।

শিশুটিকে কে বা কারা ফেলে গেছে তাদের খোঁজ খবর নেওয়ার চেষ্টা চলছে। যদি নবজাতকের প্রকৃত অভিভাবককে খুঁজে না পাওয়া যায় তাহলে আইনগতভাবে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Bootstrap Image Preview