Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যুবলীগ নেতা সম্রাটের ১০ দিনের রিমান্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০১৯, ০২:১২ PM
আপডেট: ১৫ অক্টোবর ২০১৯, ০২:১২ PM

bdmorning Image Preview


যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুর ১১টা ৫০ মিনিটের দিকে সম্রাটকে ঢাকার সিএমএম আদালতে আনা হয়। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে দুপুর পৌনে একটায় শুনানি শুরু হয়। শুনানি শেষে তিনি এ আদেশ দেন।

৯ অক্টোবর রমনা থানার মাদক ও অস্ত্র আইনের মামলায় গত ৭ অক্টোবর ২০ দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ।

কিন্তু এরই মধ্যে সম্রাট বুকে ব্যথা উঠলে কারাকর্তৃপক্ষ প্রথমে তাকে ঢাকা মেডিকেল ও পরে হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করে। সেখানে সম্রাট চিকিৎসাধীন থাকায় তার রিমান্ড শুনানি হয়নি।

রিমান্ড শুনানিতে আসামি উপস্থিত থাকার আইনি বাধ্যবাধকতা রয়েছে বিধায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাফুজ্জামান আনছারী রিমান্ড শুনানির জন্য আজ ১৫ অক্টোবর দিন ধার্য করেছিলেন। ওইদিন আসামিদের আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছিলো।

এর আগে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল কবির চৌধুরী আদালতে একটি চিঠি পাঠান।

গত ০৭ অক্টোবর বিকেল ৪টার দিকে র‌্যাব-১ বাদী হয়ে রমনা মডেল থানায় দুটি মামলা দায়ের করে। দুই মামলারই বাদী র‌্যাব-১ এর ডিএডি আব্দুল খালেক। মাদক মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি এনামুল হক আরমানকেও আসামি করা হয়েছে।

ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ছয় মাসের কারাদণ্ড দেন। সম্রাটকে প্রথমে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। এরপর তাকে ঢাকা হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে তাকে কারাগারে নেওয়া হয়।

Bootstrap Image Preview