Bootstrap Image Preview
ঢাকা, ১৪ মঙ্গলবার, মে ২০২৪ | ৩১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যুক্তরাষ্ট্রের ভিডিওকে তুরস্কের হামলা হিসেবে প্রচার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০১৯, ১২:৫৬ PM
আপডেট: ১৫ অক্টোবর ২০১৯, ১২:৫৬ PM

bdmorning Image Preview


ক্ষমা চাইতে হলো যুক্তরাষ্ট্রের টিভি চ্যানেল এবিসি নিউজকে। কারণ দেশটির কেনটাকির একটি ভিডিও-কে সিরিয়ায় তুরস্কের বোমা হামলার দৃশ্য বলে প্রচার করেছে চ্যানেলটি।

ফক্স নিউজ জানয়, সিরিয়া ও তুরস্কের যুদ্ধের খবর প্রচারের জন্য ভুল ফুটেজ ব্যবহার করে চ্যানেলটি। যা মূলত অন্য একটি ঘটনার দৃশ্য।

রবিবার রাতে ‘ওয়ার্ল্ড নিউজ টুনাইট’ অনুষ্ঠানে ভিডিওটি প্রথম দেখানো হয়। সেখানে সঞ্চালক টম লামাস দাবি করেন, সিরিয়ার সীমান্তবর্তী শহরের কুর্দিদের ওপর তুরস্কের আক্রমণের দৃশ্য এটি। যেখানে লোকজনকে পালাতে দেখা যায়। বলা হচ্ছিল, আক্রমনের তীব্রতায় আইএসআই বন্দীরা পালাচ্ছে।

সোমবার সকালের খবরেও একই ভিডিও প্রচার হয়। সে দিনই নিজেদের সংশোধন করে টুইটারে ক্ষমা চায় চ্যানেলটি।

পরে জানা যায়, নব ক্রিক নাইট শুট নামের একটি ঘটনার ভিডিও এটি। মোবাইলে তোলা বিস্ফোরণের ভিডিওটি ২০১৭ সালের ইউটিউবে আপ করা হয়। যদিও এবিসি নিউজ নিজেদের ফুটেজ বলে দাবি করে সংবাদ প্রচারের সময়।

এদিকে সোমবার উত্তর সিরিয়ায় সামরিক আক্রমণের প্রতিক্রিয়ায় তুরস্কের দুই মন্ত্রী ও তিন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র।

তুরস্ক প্রথম থেকেই বলছে, তাদের উদ্দেশ সীমান্ত অঞ্চল থেকে কুর্দি বাহিনীকে সরিয়ে দিয়ে ‘সেফ জোন’ তৈরি করা। যা সিরিয়া সীমান্ত থেকে ৩০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। সেখানে নিজেদের ভূমিতে থাকা সিরিয়ার উদ্বাস্তুদের পুনর্বাসন চায় আঙ্কারা। কিন্তু স্থানীয় কুর্দিদের ওপর জাতিগত নির্মূলের আশঙ্কা করে সতর্ক বার্তা দিয়েছেন অনেকে। এরই মধ্যে ব্যাপক হতাহতের খবর পাওয়া গেছে।

Bootstrap Image Preview