Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, আটক ৫০ জেলে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০১৯, ১০:৪৯ AM
আপডেট: ১৪ অক্টোবর ২০১৯, ১০:৪৯ AM

bdmorning Image Preview


মুন্সীগঞ্জের লৌহজং ‍উপজেলার পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় ৫০ জন জেলেকে আটক করেছে উপজেলা মৎস বিভাগ ও মাওয়া নৌ থানা পুলিশ।

রবিবার দিবাগত রাত ১টা থেকে আজ সোমবার সকাল ৭টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, রোববার রাত ১টা থেকে সকাল ৭টা পর্যন্ত উপজেলা মৎস বিভাগ ও মাওয়া নৌ-পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়। এ সময় লৌহজং উপজেলার পদ্মা নদীর বিভিন্ন অংশে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ মাছ ধরায় ৫০ জন জেলেকে আটক করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমঙ্গীর হোসাইন। তিনি জানান, জেলেদের আটক করার সময় তাদের কাছ থেকে ১ লাখ মিটার কারেন্ট জাল, ৩০০ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে।

জব্দকৃত মাছগুলো উপজেলা সদরের বিভিন্ন মাদ্রাসার এতিম ও গরিবদের মাঝে বিতরণ করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Bootstrap Image Preview