Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাকিস্তানের ভেবে নিজেদের হেলিকপ্টার ধ্বংস করেছিল ভারত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০১৯, ০৫:৩২ PM
আপডেট: ০৪ অক্টোবর ২০১৯, ০৫:৩২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


গত ২৭ ফেব্রুয়ারি শ্রীনগরে একটি এমআই-১৭ ভি৫ হেলিকপ্টার ধ্বংস হয়েছিল ভারতীয় বিমানবাহিনীর গুলিতে। পরবর্তী সময়ে দেখা গিয়েছিল এটি ভারতেরই হেলিকপ্টার।

এই ঘটনা নিয়ে আজ গণমাধ্যমে কথা বলেছেন ভারতীয় বিমানবাহিনীর প্রধান রাকেশ কুমার সিং। হেলিকপ্টারটি পাকিস্তানের মনে করেই সেটার ওপর ভারতীয় বিমানবাহিনী হামলা চালিয়েছিল বলে জানিয়েছেন তিনি। খবর ‘ইন্ডিয়া টুডে’র।

এই ঘটনায় নিজেদের ভুল স্বীকার করে রাকেশ কুমার সিং জানান, ওই সময় ঘটনাস্থলে উপস্থিত ভারতীয় বিমানবাহিনীর সদস্যরা ভেবেছিল এটা পাকিস্তানের হেলিকপ্টার।

এজন্যই সেটার ওপর গুলি চালিয়েছিল। কিন্তু কিছুক্ষণ পরেই তারা নিজেদের ভুল বুঝতে পারে। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল।

ভারতীয় বিমানবাহিনীর প্রধান আরও বলেন, ওই দিনের ঘটনা বড় ভুল ছিল। আমাদের মিসাইল ধ্বংস করেছিল আমাদেরই হেলিকপ্টার। যেটা মেনে নেওয়া সত্যিই কঠিন।

ওই ঘটনায় ভারতীয় বিমানবাহিনীর ৬ সদস্য প্রাণ হারিয়েছিলেন। এছাড়া নিহত হয়েছিলেন একজন সাধারণ নাগরিক।

তদন্তে দেখা যায়, প্রথমে হেলিকপ্টারটির দিকে সাধারণভাবে গুলি চালানো হয়েছিল। এরপর স্পাইডার এয়ার ডিফেন্সের সাহায্যে নিচে নামানো হয়েছিল সেটাকে। 

Bootstrap Image Preview