Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাকিস্তান-ইরান বৈঠক, খোলা হবে ২২টি ইমিগ্রেশন কাউন্টার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০১৯, ১১:১৯ AM
আপডেট: ০৩ অক্টোবর ২০১৯, ১১:১৯ AM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


পাকিস্তান-ইরান সীমান্তে দুই দেশের হজযাত্রীদের সুবিধা দিতে প্রতিনিধি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সীমান্তের জিরো পয়েন্টে বৈঠকটির আয়োজন করে পাকিস্তান কর্তৃপক্ষ। খবর ইরনার। 

বৈঠকে সীমান্তে ২২টি ইমিগ্রেশন কাউন্টার খোলার বিষয়ে উভয় দেশ সম্মত হয়েছে। যেগুলো ২৪ ঘণ্টা খোলা থাকবে।

আনুষ্ঠানিকভাবে জানানো হয়, উভয় দেশে হজযাত্রীদের যোগাযোগ ও থাকার ব্যবস্থার সুবিধা দেবে।

প্রসঙ্গত, প্রতিবছর পাকিস্তানি হজযাত্রীরা ইরান সফর করে থাকে। তালফান সীমান্ত দিয়ে বুধবার কমপক্ষে ৬০০ হজযাত্রী ব্যক্তিগতভাবে দেশটিতে পৌঁছেছে বলে গণমাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়।

প্রতিবছর কয়েক হাজার পাকিস্তানি নাগরিক ধর্মীয় উদ্দেশ্যে ইরান সফর করে থাকে। এর মধ্যে পবিত্র মহররম ও সফর মাসে লোক সমাগম বেশি ঘটে।

সম্প্রতি পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মেহেদি ওনারদোস্ত ইসলামাবাদের সঙ্গে ধর্মীয় ট্যুারিজম নিয়ে আলোচনা করেছেন।

তিনি বলেন, গত বছর ইরান অ্যাম্বাসি সাড়ে তিন লাখ পাকিস্তানি হজযাত্রীর ভিসা দিয়েছে।

Bootstrap Image Preview