Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইমরানকে হটাতে নতুন কৌশলে বিরোধীরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ অক্টোবর ২০১৯, ১০:২২ AM
আপডেট: ০২ অক্টোবর ২০১৯, ১০:২২ AM

bdmorning Image Preview


পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে হটাতে এবার একত্রিত হয়ে মাঠে নামছে দেশটির অধিকাংশ বিরোধী রাজনৈতিক দল। সেক্ষেত্রে বর্তমান সরকারকে হটাতে খুব শিগগিরই জোটবদ্ধভাবে একটি বড় ধরনের কর্মসূচি ঘোষণার পথে হাঁটছে তারা। যা কারণে কার্যত অস্বস্তিতে ভুগছেন ইমরান খান বলে দাবি বিশ্লেষকদের।

মঙ্গলবার (১ অক্টোবর) ইমরান খান নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলনে সমর্থন জানিয়েছে দেশটির অন্যতম বিরোধী রাজনৈতিক দল পিপলস পার্টি ও মুসলিম লীগ। এত দিন যার নেতৃত্ব দিচ্ছিলেন জমিয়তে উলামায়ে ইসলামের আমির ও মজলিসে মুত্তাহাদা আমলের প্রধান মাওলানা ফজলুর রহমান। এবার তাদের নেতৃত্বে পাকিস্তানে এক বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন আসতে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের।

এ দিন রাজধানী ইসলামাবাদে বিরোধী পিপলস পার্টির নেতা বিলাওয়াল ভুট্টো জারদারি এবং মুসলিম লীগ সভাপতি শাহবাজ শরিফের মধ্যে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে তারা মাওলানা ফজলুর রহমানের চলমান আন্দোলনে সমর্থন জানান।

সূত্রের বরাতে পাক গণমাধ্যম ‘জিয়ো নিউজের’ খবরে বলা হয়, প্রথমে মুসলিম লীগ এবং এরপর পিপলস পার্টির নেতৃবৃন্দও মাওলানা ফজলুর রহমানের এই সরকার বিরোধী আন্দোলনে অংশ নিতে সম্মত হয়েছে। যেখানে তারা সকলেই প্রধানমন্ত্রী ইমরান খানের সকল ব্যর্থতা ও অপকর্ম অবিলম্বে জনসম্মুখে তুলে আনার চেষ্টা চালাবেন বলে ঘোষণা দেন।

সরকার বিরোধী এই আন্দোলনের খুঁটিনাটি সব বিষয় নির্ধারণ করতে মাওলানা ফজলুর রহমানকে তারা একটি সর্বদলীয় কনফারেন্স আহ্বানের পরামর্শ দিয়েছেন উভয় রাজনৈতিক দল। এমনকি আসন্ন লংমার্চের বিষয়ে চূড়ান্ত আলোচনার জন্য খুব শিগগির মুসলিম লীগ ও পিপলস পার্টির নেত্রীবৃন্দ মাওলানা ফজলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ শুরু করবেন বলেও জানানো হয়।

যদিও এতে এখন পর্যন্ত ইমরান খান ও তার দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি না পাঠানো হলেও দলটির এক মুখপাত্র বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে একটি অস্বস্তির কারণ হিসেবেই বর্ণনা করেছেন।

বৈঠক সূত্রের বরাতে গণমাধ্যমের দাবি, উভয় দলের নেতাকর্মীরাই চাচ্ছে যে, আগামী নভেম্বরে ইসলামাবাদ অভিমুখী লংমার্চ সংগঠিত হতে পারে। যদিও মাওলানা ফজলুর রহমান এই সরকার পতনের লক্ষ্যে চলতি অক্টোবর মাসের মধ্যে চূড়ান্ত আন্দোলন শুরুর কথা বলেছেন।

এর আগে প্রধানমন্ত্রী ইমরান খানকে তার সরকারের সকল সদস্যকে নিয়ে চলতি বছরের আগস্ট মাসের মধ্যেই পদত্যাগ করতে সময়সীমা বেঁধে দিয়েছিলেন পাকিস্তান জমিয়তে উলামায়ে ইসলামের আমির ও মজলিসে মুত্তাহাদা আমলের প্রধান মাওলানা ফজলুর রহমান।

তখন ইমরান খানকে পদত্যাগের আল্টিমেটাম দিয়ে তিনি বলেছিলেন, ‘যদি আগামী আগস্টের মধ্যে আপনি পদত্যাগ না করেন তাহলে অক্টোবরে সারা দেশ থেকে ইসলামাবাদ অভিমুখে লংমার্চ করা হবে। যা আর থামানো যাবে না।’

পাক প্রধানমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়ে মাওলানা ফজলুর রহমান বলেন, ‘আগামী অক্টোবরের মধ্যে সরকারকে পদত্যাগ করতে হবে। এটা করলেই কেবল তারা ইসলামাবাদ মার্চ থেকে নিজেদের রক্ষা করতে পারবে। নয়তো গোটা দেশ সেই মার্চে অংশ নেবে।’

যদিও মাওলানা ফজলুর রহমানকে খুব শিগগিরই গ্রেফতার করা হচ্ছে বলে এরই মধ্যে গুঞ্জন উঠেছে দেশটির রাজনৈতিক অঙ্গনে। গত কয়েকদিন আগে পাক রেলমন্ত্রী শেখ রশিদ আহমদ প্রকাশ্যে এই হুমকিটি দিয়েছিলেন।

Bootstrap Image Preview