Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভারতে ইমরান খানের বিরুদ্ধে মামলা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৫৩ PM
আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৫৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে ভারতের একটি আদালতে মামলা দায়ের করা হয়েছে।  

শনিবার বিহারের মুজাফফপুর জেলার একটি আদালতে এ মামলা দায়ের করেন স্থানীয় একজন আইনজীবী সুধীর কুমরা ওঝা।

সুধীর মুজাফফপর জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ওই মামলা দায়ের করেন।

মামলার আর্জিতে সুধীর বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া ভাষণে আপত্তিকর মন্তব্য করেছেন ইমরান খান। এছাড়া ভারতের বিরুদ্ধে পরমাণু যুদ্ধ শুরু করারও হুমকি দিয়েছেন তিনি।

তার করা অভিযোগের ভিত্তিতে আদালত যাতে একটি এফআইআর দায়ের করার নির্দেশ দেন সেই অনুরোধ জানান সুধীর।

সুধীর তার আবেদনে আরও বলেন, ভারতের ৩৭০ ধারা বাতিল নিয়ে ইমরানের মন্তব্য একটি অংশকে উস্কানি দেবে এবং দেশের ভারসাম্য নষ্ট করবে।

Bootstrap Image Preview