Bootstrap Image Preview
ঢাকা, ১২ রবিবার, মে ২০২৪ | ২৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইমরান খানের ভাষণের পর কাশ্মীরে ৬ যুবককে হত্যা করেছে ভারতীয় বাহিনী!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০১৯, ১০:১৬ PM
আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৯, ১০:১৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত


কাশ্মীরে চলমান কারফিউ এর মধ্যেই অভিযানে আরো ছয় যুবককে ভারতের সেনাবাহিনী হত্যা করেছে বলে পাকিস্তানি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। শনিবার জিও টিভির এক প্রতিবেদনে এ দাবি করা হয়।

কাশ্মীর মিডিয়া সার্ভিস বলছে, ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গান্দারবালের নারানাগ এলাকায় তিন যুবককে হত্যা করেছে। এছাড়া আরো তিন যুবককে হত্যা করা হয়েছে রামবান জেলার বাতোতে এলাকায়।

জানা গেছে, শনিবার সাধারণ কাশ্মীরিদের চলাচলে কড়াকড়ি আরোপ করে ভারতের সেনাবাহিনী। জাতিসংঘের সাধারণ অধিবেশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ঐতিহাসিক ভাষণের জেরে যেন কোনো ধরনের বিক্ষোভ না হয়, সেজন্য কড়াকড়ি আরোপ করা হয়।

প্রসঙ্গত, গতকাল শুক্রবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য দিয়েছেন ইমরান। তার পর থেকেই পাকিস্তানে তো বটেই, আন্তর্জাতিক মহলেও সমাদৃত হচ্ছেন তিনি। যদিও এ ঘটনায় ইমরান খানকে উস্কানিদাতা হিসেবে দুষছে ভারত।

এদিকে কাশ্মীরের ব্যাপারে ভারতের দাবি, অভিযানে তিন জঙ্গি নিহত হয়েছে এবং একজন সেনা সদস্যও নিহত হয়েছেন।

Bootstrap Image Preview