Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৫০০ বছর ধরে মন্দির দেখভাল করছে মুসলিম পরিবার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০১৯, ০৯:২৭ PM
আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৯, ০৯:২৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভারতের আসাম রাজ্যের মতিবার রহমান নামের এক মুসলিমের পরিবার ৫০০ বছর ধরে বুরহা গোসাইর থান মন্দির দেখভাল করছে।  

শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে ফ্রান্সের সংবাদ সংস্থা এএফপির বরাত দিয়ে এই তথ্য জানায় ভারতীয় গণমাধ্যম ডেইলি নিউজ-ইন্ডিয়া।

পূর্বপুরুষদের মতো ৭৩ বছরের মতিবার রহমান প্রতিদিন সকালে মন্দিরটি ঝাড়ু দিয়ে ভগবান শিবের জন্য মোমবাতি জ্বালান।

তিনি এএফপিকে বলেন, আমার আগে আমার বাবা এবং তার আগে তার বাবা এই কাজ করতেন। আমাদের পরিবার ৫০০ বছর ধরে এই কাজ করছে।

মতিবার রহমান জানান, ভগবান শিব তাদের পরিবারের প্রথম পুরুষ বোরহানসাকে বলেন যে, তিনি এই জায়গায় বসবাস করতে চান। ভগবান শিব জানান যে, বোরহানসার পরিবারকে এই জায়গার দেখভাল করতে হবে। তিনি শুধু এই পরিবারের সেবা গ্রহণ করবেন।

এই ৭৩ বছর বয়সী মুসলিম বলেন, হিন্দুদের পাশাপাশি মুসলিমরাও এখানে আসে। তাদের অনেকের প্রার্থনাও পূরণ হয়েছে।

প্রতিবেদনটিতে বলা হয়, ২০১১ সালের জরিপ অনুসারে আসামের ৬১% হিন্দু এবং ৩৪% মুসলিম। অবশিষ্টদের মধ্যে আছে খ্রিস্টান, বৌদ্ধ ও শিখ।

কিছুদিন আগে আসামের ন্যাশনাল রেজিস্ট্রার অব সিটিজেনস (এনআরসি) তালিকা প্রকাশ করা হয়েছে। এতে নাম এসেছে বলে জানিয়েছেন মতিবার রহমান।

Bootstrap Image Preview