Bootstrap Image Preview
ঢাকা, ১২ রবিবার, মে ২০২৪ | ২৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যে শর্তে ইসরাইলকে স্বীকৃতি দিতে যাচ্ছেন ইমরান খান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০১৯, ০৭:০০ PM
আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৯, ০৭:০০ PM

bdmorning Image Preview


ফিলিস্তিনিদের একটি স্বদেশ না হওয়া পর্যন্ত ইসরাইলকে স্বীকৃতি দেবে না পাকিস্তান। বৃহস্পতিবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটিতে এশিয়ান সোসাইটির একটি অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এমন দাবি করেছেন।

ইসরাইলের প্রতি নিজেদের পররাষ্ট্রনীতিতে একটা পরিবর্তন আনতে যাচ্ছে পাকিস্তান বলে যে গুজব শোনা যাচ্ছে মিডল ইস্ট আইয়ের এমন প্রশ্নে তিনি বলেন, এমন খবর কোথা থেকে এসেছে, তা নিয়ে তিনি অবগত নন।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন বিশ্ব ক্রিকেটের সাবেক এই কিংবদন্তি তারকা।

উপসাগরীয় দেশ ও ইসরাইলের মধ্যকার সম্পর্কের পুনর্নির্মাণের কারণে ইহুদিবাদী দেশটির সঙ্গে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক যোগাযোগ স্থাপন করতে যাচ্ছে পাকিস্তান, এমন একটি গুজব গত মাসে ব্যাপক ছড়িয়ে পড়ে।

বিশেষ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ওমানের সঙ্গে বর্ণবাদী রাষ্ট্র ইসরাইলের সম্পর্কের কথা অনেকটা প্রকাশ্যে চলে এসেছে। এসব দেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক ঐতিহ্যগত।

ইতিমধ্যে পাক-ইসরাইল সম্পর্ক নিয়ে সামাজিকমাধ্যমেও ব্যাপক তোলপাড় চলছে। কেউ কেউ বলছেন, পাকিস্তানের অর্থনীতির এই দৈন্য দশার মধ্যে নতুন মিত্র গড়া দরকার। ক্ষমতায় আসার পর ইমরান খানের সরকারকে মারাত্মক অর্থনৈতিক বিপর্যয়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। দেশটিতে নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া। গত কয়েক মাসে মুদ্রাস্ফীতিও বেড়ে গেছে।

কিন্তু ইমরান খান দ্ব্যর্থহীন ভাষায় বলেন, পাকিস্তানের অবস্থান খুবই পরিষ্কার। পাকিস্তানের প্রতিষ্ঠাতা কায়েদ-ই-আজম মোহাম্মদ আলী জিন্নাহ খুবই স্পষ্ট করে দিয়ে গেছেন যে এখানে একটা ন্যায়সঙ্গত নিষ্পত্তিতে আসতে হবে। ফিলিস্তিনিদের একটি স্বদেশ না হওয়ার আগে ইসরাইলকে স্বীকৃতি দেয়া যাবে না।

এসময় উল্লাসপূর্ণ করতালিতে তার এ বক্তব্যকে স্বাগত জানানো হয়েছে।

ইসরাইলের সঙ্গে সম্পর্ক নিয়ে ইমরান খানের মনোভাব কী, এমন প্রশ্ন শুরু হয়েছে ২০১৮ সালের অক্টোবর থেকেই। তখন প্রচারিত এক খবরে দাবি করা হয়েছে, ইসরাইলের একটি বিমান ইসলামাবাদে অবতরণ করেছিল এবং ১০ ঘণ্টার মতো দেশটিতে ছিল।

এতে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু পাকিস্তান সফরে ছিলেন বলে ব্যাপক জল্পনা করা হয়েছিল। প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খানের ক্ষমতায় আসার মাস দুয়েক পরের ঘটনা এটি।

পাকিস্তানের বিমানবন্দর কর্মকর্তারা গত নভেম্বরে মিডল ইস্ট আইকে বলেন, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুকে বহনকারী একটি বিজজেট ফ্লাইট ওমানে আকস্মিক সফর শেষে পাকিস্তানের নূরখান বিমানঘাঁটিতে অবতরণ করে। এক বিমানচালক তখন জানিয়েছেন, নূরখান বিমানঘাঁটিতে অবতরণের আগে একটি বিজজেট ফ্লাইট তার বিমান বরাবরই উড়ছিল।

নূরখান বিমানঘাঁটি থেকে তিন প্রত্যক্ষদর্শী পাইলটের এই বক্তব্যকে নিশ্চিত করেছেন। তারা বলেন, বিমান থেকে একটি প্রতিনিধি দলকে একটি গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছে। এসব ঘটনা ইমরান খানের জন্য রাজনৈতিক সংকট উসকে দিয়েছিল।

পাকিস্তান কখনোই আনুষ্ঠানিকভাবে ইসরাইলকে স্বীকৃতি দেয়নি। কিন্তু এটা বোঝা যাচ্ছে, দেশদুটি পর্দার আড়ালে সম্পর্ক গড়ছে। এমনকি কূটনৈতিক সম্পর্ক গড়ার বিষয়েও আলোচনা করেছে।

Bootstrap Image Preview