Bootstrap Image Preview
ঢাকা, ২০ সোমবার, মে ২০২৪ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের কথা ভাবছে সৌদি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০১৯, ১২:৩০ PM
আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৯, ১২:৩০ PM

bdmorning Image Preview


সৌদি আরব মনে করে, সাম্প্রতিক দেশটির দুটি তেল স্থাপনায় হামলা উপসাগরীয় চিরবৈরী দেশ ইরানই করেছে। কাজেই তদন্ত শেষ হলে সামরিকভাবে এ হামলার জবাব দেয়ার কথা ভাবছে রিয়াদ।

মঙ্গলবার সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের এমন তথ্য জানিয়েছেন।-খবর রয়টার্সের

জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে একটি সম্মেলনে তিনি বলেন, আমরা আন্তর্জাতিক সমর্থন জড়ো করতে চাই। আমরা সব বিকল্পের কথাই ভাবছি- কূটনৈতিক বিকল্প, অর্থনৈতিক বিকল্প এবং সামরিক বিকল্প; তখন সিদ্ধান্ত নেয়া হবে।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা যুদ্ধ এড়িয়ে যেতে চাই। কিন্তু একই সময় ইরানকে এ আভাস দিচ্ছে যে, আপনাদের ব্যবহার অব্যাহত চলতে দেয়া যায় না।

১৪ সেপ্টেম্বরের হামলায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থল শনাক্ত করতে জাতিসংঘ সহায়তা করেছে বলে জানিয়েছেন আদেল আল জুবায়ের। ওই হামলায় বৈশ্বিক তেল উৎপাদন ৫ শতাংশ কমে যাওয়ায় তেলে দাম বেড়ে গিয়েছিল।

শিগগিরই সুষ্ঠুভাবে এই তদন্ত শেষ হবে বলে জানিয়ে তিনি বলেন, এতে কয়েক দিন না, বরং কয়েক সপ্তাহ লাগতে পারে।

ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা এ হামলার দায় স্বীকার করলেও সৌদি ও তার মিত্র যুক্তরাষ্ট্র দাবি করছে, চিরবৈরী ইরানই চালিয়েছে এ হামলা। যদিও দেশটি বারবার অভিযোগ অস্বীকার করে যেকোনো পদক্ষেপের তাৎক্ষণিক জবাব দেয়ার হুমকি দিয়েছে।

 

Bootstrap Image Preview